ডিসিসি নির্বাচন: অক্ষম আহবান

এহসানুল করিম
Published : 9 March 2012, 01:58 PM
Updated : 9 March 2012, 01:58 PM

ঢাকা সিটি কর্পোরেশন অর্থাৎ ডিসিসি নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয় নাই। কিন্তু ডিসিসি নির্বাচনকে লক্ষ্য করে মেয়র ও কমিশনার পদের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড দিয়ে ঢাকা শহর সয়লাব। মেয়র পদের সম্ভাব্য প্রার্থীরা ঢাকা শহরকে এবং কমিশনার পদের প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডকে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলবার আন্তরিক প্রতিশ্রুতি দিয়েছেন।

বাস্তবতা হল এই সকল প্রার্থীরা ঢাকা শহরকে প্রতিদিন নোংরা করছেন পোস্টার, ব্যানার আর যত্রতত্র বিলবোর্ড লাগিয়ে। শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহনের জন্য যারা ঢাকা শহরকে এতটা নোংরা করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হননা তারা নির্বাচনে বিজয়ী হলে ঢাকা শহরকে কতটা পরিচ্ছন্ন বানাবেন তা ভাবলেই আতংকিত হতে হয়।

আসুন আসন্ন ডিসিসি নির্বাচনে আমরা এইসকল আগাম প্রতিশ্রুতি দাতা নামক মূলা প্রদর্শক ও মূলা ব্যবসায়ীদের বর্জন করি।