ডাম্বুলায় মসজিদ ভাঙ্গার প্রতিবাদে শ্রীলঙ্কার মসজিদে মসজিদে ব্যাপক অভিনব প্রতিবাদ

মোহাম্মদ সাজ্জাদ হোসেন
Published : 3 May 2012, 05:00 PM
Updated : 3 May 2012, 05:00 PM

ডাম্বুলায় মসজিদ ভাঙ্গার প্রতিবাদে গত শুক্রবার, ২৭ এপ্রিল জুম্মার নামাজের পরে শ্রীলঙ্কার মসজিদে মসজিদে ব্যাপক অভিনব প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

আমি নামাজ পড়তে গিয়েছিলাম কলম্বোর টাউন হল মসজিদে। এখানে ফরজ ২ রাকাত নামাজ পড়ার সময় প্রথম রাকাত শেষ হবার পর ২য় রাকাতে রুকুর পরে সরাসরি সেজদায় না গিয়ে দাড়িয়ে প্রতিবাদ মুনাজাত করা হয়। মুনাজাত শেষে সেজদার পর নামাজ শেষ হয়।

নামাজের পর আবার দীর্ঘ মুনাজাত করে প্রতিবাদ জানানো হয়। নামাজ শেষে মসজিদের বাইরে প্রতিবাদ সমাবেশ হয়। এতে মসজিদ ভাঙ্গার প্রতিবাদে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হয়। কেউ কেউ সরবে প্রতিবাদ করেন।

নামাজে ২য় রাকাতে রুকুর পরে সিজদায় না গিয়ে মুনাজাত করে প্রতিবাদ জানানো এই আমি প্রথম দেখলাম।

এখানকার মসজিদে বয়ান করা হয় তামিল ভাষায় । আমি তামিল ভাষা বুঝি না। পরে জানতে পারলাম, নামাজের আগেই ঈমাম সাহেব মুনাজাতের ব্যাপারে সবাইকে আহ্বান জানিয়েছিলেন।

এছাড়াও গতকাল উত্তরাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।

পোস্টটি বিলম্বে পোস্ট করা হল।