প্রজন্ম চত্বর এবং কিছু কথা

সাজ্জাদ রাহমান
Published : 19 Feb 2013, 04:20 PM
Updated : 19 Feb 2013, 04:20 PM

আজ প্রজন্ম চত্বরের আন্দোলনের ১৫তম দিন অতিবাহিত চলল। অনেকের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে এই আন্দোলনের শেষ কোথায়? গতকাল রাতে টিভিতে একজন আলোচক এর জবাব দিয়েছেন- `যতদিন জণগন চাইবে ততদিন।'

একটা কথা মনে রাখা দরকার সেটা হলো- শাহবাগ চত্বরের তরুনরা মোটেই দিকভ্রান্ত নয় কিংবা কম জ্ঞান রাখেনা। যদিও আন্দোলনের সূচনা হয়েছে মাত্র কয়েকজন যুবকের নিজস্ব ইচ্ছায়। কিন্তু এর ব্যাপ্তি এখন বিশাল। দিন যতোই গড়াচ্ছে আন্দোলন নতুন মাত্রা পাচ্ছে এবং এর সাথে যোগ হচ্ছেন বিজ্ঞ শ্রেণী। যাদের মধ্যে একজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। যিনি একজন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা। আন্দোলনে নেতৃত্বদানকারীদের সাথে তার মতো অনেকের রয়েছে সবসময়ের যোগাযোগ। এর পর রয়েছে ১৪ দলের সমর্থন। অতএব, বলা যায়- আন্দোলন মঞ্চ থেকে সঠিক সময়ে সঠিক দিক নিদের্শনা আসবে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে কর্মসূচী অনুসরন করে যাওয়া।