শীত মৌসুমেও মেঘনার ভাঙ্গন আতংক

সাজ্জাদ রহমান
Published : 12 March 2012, 05:32 AM
Updated : 12 March 2012, 05:32 AM

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন চলছে। কমলনগর উপজেলার চরফলকন,চরকালকিনি,মতিরহাট, সাহেবেরহাট, পাটারিরহাটসহ ১০টি এলাকার প্রায় লক্ষাধিক মানুষ সারা বছর ধরে ভাঙ্গনের শিকার হচ্ছে। এখানকার মানুষগুলো একাধিকবার ভাঙ্গনের শিকার। মেঘনাপাড়ের অসহায় মানুষগুলো নদীর সাথে যুদ্ধ করে বেচে থাকে। ভাঙ্গনে ভাঙ্গনে এরা নিঃস্ব। ভাঙ্গনে ফসলি জমি, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, হাট-বাজার, সরকারি বেসরকারি স্থাপনা বিলীন হয়ে গেছে। এখনই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা না হলে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে কমলনগর।