আমাদের দেশিয় খেলা

সাজ্জাদ রহমান
Published : 15 March 2012, 06:54 PM
Updated : 15 March 2012, 06:54 PM

গ্রাম বাংলার দুরন্ত শিশুরা বিদেশী খেলার ভিড়ে দেশীয় কিছু খেলা এখনো খেলে। বর্তমান বিজ্ঞানের এ ‍যুগে গ্রামের শিশুরা শহুরে শিশুদের মতো কম্পিউটার গেমস নিয়ে চার দেয়ালে বন্দি নয়। এরা মু্ক্ত বাতাসে আপন মনে খেলে। যেমন- সুপারির বাইল (সুপারি গাছের পাতায়) বসে এক শিশুকে অন্য শিশু টেনে নিয়ে মজার এক খেলা খেলে থাকে। গ্রাম-গঞ্জের বাড়ির আঙ্গিনায় এখনো এমন খেলা চোখে পড়ে। রিকসা কিংবা সাইকেলের রিং বা টায়ার দিয়ে মাটির কাঁচা রাস্তায় চাকা খেলতেও দুষ্ট ছেলেদের দেখা ‍যায়। শিশুদের নিজস্বতায় এমন খেলা এখনো গ্রামীণ ঐতিহ্য ও দেশীয় খেলাগুলোকে ধরে রেখেছে। গ্রামে যাদের জন্ম ও বেড়ে ওঠা তারা এসব খেলার সাথে পরিচিত। পত্রিকায় পাতায় কিংবা টেলিভিশনে অথবা বাস্তবে যদি ওই সব খেলার দৃশ্য চোখে পড়ে সত্যেই তখন আমারা শিশুতে হারিয়ে যাই।