স্বাধীনতার মাসে পাকিস্তান হারবে, বিজয় আসবে বাংলাদেশ হাসবে

সাজ্জাদ রহমান
Published : 20 March 2012, 09:27 PM
Updated : 20 March 2012, 09:27 PM

স্বাধীনতার মাসে বিজয়! আনন্দ বাংলার ঘরে ঘরে। রং মাখামাখি সারা দেশে। বাংলাদেশ ! বাংলাদেশ !! বাংলাদেশ !!! বলে আনন্দ উল্লাস। আজ প্রাণে বাজে বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মা তোমায় ভালোবাসি। বাংলাদেশ, বাংলাদেশ-জিন্দাবাদ-জিন্দাবাদ, জয় বাংলা- বাংলারই জয়..।

শ্রীলঙ্কাকে ৫ ইউকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। আহা আজিই এ বসন্তে কত ফুল ফুটে, কত বাঁশি বাজে…

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ! দেশকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দল তোমারদের অভিনন্দন।

একাত্তরে বাধা ফেরিয়ে বাংলায় ন্বাধীনতা এসেছে। তেমনি করে স্বাধীনতার এই মাসে বিজয় আসবেই। পাকিস্তনের সাথে আমারা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়…।

প্রিয় ক্রিকেট দল, আমারা তোমাদের পাশে আছি। সারা বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে। বাংলার কোটি কোটি মানুষের প্রত্যাশা তোমাদের ঘিরে । তোমারা এগিয়ে যাও। তোমারা বিজয়ের মালা ছিনিয়ে আনো আরেক বার। আমাদের বিশ্বাস স্বাধীনতার এই মাসে পাকিস্তান হারবে, বিজয় আসবে, বাংলাদেশ হাঁসবে।