ভালবাসলে মরতে হয় কেন?

সুজন বিশ্বাস শাওন
Published : 8 March 2011, 08:40 AM
Updated : 8 March 2011, 08:40 AM

ভালবেসে মরতে হয় কেন? বাংলা দেশের প্রতি বছর শত শত ছেলে মেয়ে অকালে ঝড়ে পরছে মৃত্যর কোলে। এর কারন এর জন্য দায়ী কারা। এর জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এবং দেশের সামাজিক আইন ব্যবস্থা। যার বেড়াজাল থেকে কোন প্রেমিক প্রেমিকা বের হয়ে আসতে পারেনা। আর মৃত্যুকেই শেষ সম্বল হিসেবে বেছে নেয় । আমাদের দেশের হিন্দু আইনে পরিবতর্ন হওয়াটা দরকার। কারন এক ধমের্র ছেলে মেয়ে অন্য ধর্মের কাউকে ভাল লাগতেই পারে, আমরা সবাই মানুষ, তাই মানুষ হিসেবে আরেক জন মানুষকে ভাল লাগতেই পারে তা সে যেই ধর্মেরি হকনা কেন তাই বলে তাকে সমাজ এবং ধর্ম থেকে বাদ দিতে হবে এমনটি হওয়া উচিত নয়। আমি মনে করি কেউ যদি তার নিজ ধর্ম ঠিক রেখে অন্য কোন ধর্মের নারী বা পুরুষকে সামাজিক ভাবে বিয়ে করে সংসার করেত পারে তাহলে তাকে তা করেত দেয়া উচিত। আর এইজন্য হিন্দু ধর্মিয় সামাজিক আইনে কিছুটা পরিবর্তন প্রয়োজন। তাহলে কিছুটা হেলও এই অকাল মৃত্যু কমানো সম্ভব হবে বলে আিম মনে করি, —————————— দয়া করে আপনার সিঠক মন্তব্য প্রদান করে আমাকে সহায়তা করুন।