গনতন্ত্রের মানসকন্যা ও গণতন্ত্রনামা??

সেলিম আনোয়ার
Published : 28 Sept 2012, 05:46 PM
Updated : 28 Sept 2012, 05:46 PM

যেই জীবনে প্রেম নাই ভালবাসা নাই মানবতা নাই- সেই জীবনের মানেটা কি? টাকা খ্যাতি আর যান্ত্রিকতা। মানুষের সাথে মিথ্যা হাসি হেসে রঙিন পোষাক পরিধান করে হৃদয়ের দৈন্যতা ঢেকেই বা লাভ কি?চক্ষু লজ্জার ভয়ে সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে ন্যায়ের কথা সত্য কথা যদি বলতে না পারি।নিজের অধিকার প্রকাশ করতে না পারি? সব অধিকার ছেড়ে সাধু সেজে বসে থাকি সেটার কি মূল্য আছে।গণতন্ত্রের সব দরজা বন্ধ করে দিয়ে গণতন্ত্রের মানসকন্যা তকমা লাগিয়ে ঘুরে বেড়াই। সংবিধান পরিবর্তন করে সংবিধানের দোহাই দিয়ে সুষ্ঠু রাজনীতির গলা টিপে হত্যা করি ।রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো দেউলিয়া করে দিয়ে দেশে অর্থনীতির সুবাতাস বইছে দাবি করি।বিচার বিভাগ খেলার পুতুল বানিয়ে সেটা দিয়ে নাটক সাজাই আর সেই নাটক দেশ পরিচালনার মূলনীতি হিসেবে চাপিয়ে দিই। গুম হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থতা মরার উপর খরার ঘা হিসেবে শোক সন্তপ্ত পরিবারে শোক আরও কয়েকগুণ বাড়িয়ে দেই। একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে দেশ প্রেমিক বলে নিজে ওয়েট কমাই।দেশের পনের কোটি মানুষকে অনিরাপত্তা ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে বিশ্ব শান্তি মডেল উদ্ঘাটন উপস্থাপন করি। বড় বড় অর্থ কেলেংকারী ঘুষ কেলেংকারির গড ফাদার হয়ে মুখে রাম নাম জপি।দেশের প্রখ্যাত ব্যক্তিদের মুখে কালিমা লেপন করি।নিজের জনমত শূন্যের কোটায় জেনে অপরকে দোষারোপ করার প্রতিফল কি? দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করে সংকট সৃষ্টি করে দেশে জরুরী অবস্থা আর তৃতীয় শক্তির উত্থানের পথ খুলে লাভ কি?দেশের মানুষ যদি আমাকে ঘৃণা করে প্রত্যাখান করে সেই প্রত্যাখ্যানের উপর দিয়ে নির্মিত সিংহাসনে বসে পুষ্পের হাসি হাসার মানে কি?আমি বঙ্গবন্ধুর সৈনিক বলে রোনাজরি বর্ষীয়ান নেতাদের। কেন?কাদের সিদ্দীকি ড.কামাল হোসেনরা আজ ভিন্ন পথে কেন?সোহেল তাজের পদত্যাগ কেন?বিশ্বব্যাংক আমাদের ঋণ দিতে চায়না কেন? এত কেন এর জবাব কে দিবে?দেশের মানুষের বিপুল সমর্থনের প্রতিদানে এই অনিয়মের বেসাতি।গণতন্ত্রে অনির্বাচিতদের দেশ পরিচালনার সুযোগ নেই? আপনার অনির্বাচিত উপদেষ্টামণ্ডলী এত ক্ষমতাশালী কেনে? এটা কোন গণতন্ত্র?দেশের মানুষ আপনাকে ভালবাসে। বঙ্গবন্ধুকে ভালবাসে। সৎ হোন। সত্য পথে হাঁটুন।সকল চোর আর অযোগ্যদের সরিয়ে যোগ্যদের দিয়ে দেশ চালান।দেশের অর্থনৈতিক দূরাবস্থার ইতি টানুন।শান্তির সুবাতাস বইয়ে দিন।নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।