ফেসবুক সমস্যা নাকি সম্ভাবনা?

সেলিম আনোয়ার
Published : 4 Nov 2012, 08:19 AM
Updated : 4 Nov 2012, 08:19 AM

ফেসবুক সামাজিক যোগাযোগের শক্তিশালীও বৃহত্তম মাধ্যম। ঘরে বসে সকল ফেসবুক বন্ধুরা অনলাইন এ সহজেই দূরদূরান্তে থাকা সত্ত্বেও সার্বিক যোগাযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে থাকেন।বন্ধুত্ব,প্রেম,পরিণয় ইত্যাদি সৃষ্টিতে এর ভূমিকা অপরিসীম।গণসচেতনতা তৈরীতেও এর ভূমিকা ব্যাপক।তরতাজা খবর প্রকাশেও এর জুড়ি নেই। তেমনি খারাপ কিছু ছড়িয়ে দেয়ার ক্ষেত্রেও এর জুড়ি নেই।অশ্লীল ছবি পর্নোগ্রাফি পোস্ট করা হচ্ছে ।আর উস্কানিমূলক মন্তব্য এমনকি শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যাঙ্গাত্মক ছবি কার্টুন তৈরি করে পোস্ট করা হচ্ছে।সাম্প্রতিক উত্তম বড়ুয়া কেন্দ্রিক সংঘর্ষ সৃষ্টি যাতে মন্দির ভাঙা সাম্প্রদায়িক দাঙ্গা,ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রকে নিয়ে অবান্তর মন্তব্য করার সৃষ্ট অস্থিরতা………এরকম নানাবিধ সামাজিক হ্যাজার্ড তৈরিতেও এর ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। তাই ফেসবুক সমস্যা নাকি সম্ভাবনা? যদি সমস্যা হয় তবে কি কি সমস্যা?এই সমস্যা উত্তরণের উপায় কি? ফেসবুক বিলুপ নাকি ফেসবুক বিশোধন | নাকি ব্যবহারকারীর উপর বিধিনিষেধ আরোপ নাকি অন্যকিছু।আর সম্ভাবনা হলে সেই সম্ভাবনা কে সমস্যামুক্ত করার উপায় কি?আর কি করলে এর খেকে আরও বেশি লাভবান হওয়া সম্ভব?