শেয়ার বাজার ও সরকার এর নীরবতা

সেতু
Published : 15 May 2011, 04:17 AM
Updated : 15 May 2011, 04:17 AM

গত ৫ ডিসেম্বর এর পর থেকে শেয়ার মার্কেটে একের পর এক ধস নামছে কিন্তু যেন নীরব দর্শক। ৩৩ লক্ষ বিনিয়োগকারীরা আজ পুঁজি হারিয়ে নিঃস্ব হতে চলেছে। কয়েক দিন আগে রনি নামে এক যুবক নিঃস্ব হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রতিদিন ডি এস ইর সামনে অনশন, মিছিল, ভাঙচুর হচ্ছে তবুও সরকার যেন দেখেও দেখছে না। এর মধ্যে যদিও সরকার নাম মাত্র কিছু পদক্ষেপ নিয়েছে তাতেও দর পতন ঠেকানো যাচ্ছে না। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা এখন দিশেহারা তাদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। সরকার যদি এখনই ভালোভাবে পদক্ষেপ গ্রহন না করে তাহলে আগামী নির্বাচনে এর মারাত্মক প্রভাব পড়বে।