বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও বর্তমান প্রজন্ম

সাদ আহমেদ
Published : 11 April 2015, 07:15 AM
Updated : 11 April 2015, 07:15 AM

বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে ৪৪ বছর আগে। আর ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি পেয়েছি ১৯৫৭ সালে। কিন্তু আমরা প্রকৃত অর্থে ইংল্যান্ড আর ইন্ডিয়া থেকে এখন মুক্তি পায় নাই। যে দেশের শাষন আইন ও বিচার বিভাগ এখনো চলে ইন্ডিয়া আর ইংল্যান্ডের করে যাওয়া আইন নিয়ে সেই দেশকে আমরা কিভাবে বলতে পারি এটা একটা স্বাধীন দেশ। আর তাইতো ওই দেশগুলো এখনো সাহস পাই বাংলাদেশকে নিয়ে রসিকতা করতে ও ক্ষমতা দেখাতে। কয়েকদিন আগেই ক্রিকেট খেলা নিয়ে তারা আমাদের সাথে ক্ষমতার অপব্যবহার ও রসিকতা করলো। অনলাইনে বাংলার ছেলেরা তার জবাব ও দিলো। কিন্তু আমরাতো রাষ্ট্র হিসাবে তাদের অধিনস্ত হয়েই আছি। তাই তারা যা বলবে আমাদের তাই মেনে নিতেই হবে। তাদের কথা মানবো না এটা মানতে হলে আগে আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হবে বিচার ব্যবস্থার। শুধু মওকার জবাব দিয়ে আর জার্সি থেকে সাহারা নাম উঠায়ে যদি সবাই ভাবে আমরা ইন্ডিয়ার অধিনস্ত থাকে মুক্তি পেলাম তা ভাবা সম্পুর্ন বোকামি। তাই আগে এমন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে যা হবে অন্য সকল রাষ্ট্র ব্যবস্থা থেকে আলাদা এবং স্বাধীন তখনই আমরা বলতে পারবো আমরা স্বাধীন। ইন্ডিয়ার গোলামি করি না। তার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলার অধিকার বাংলাদেশ রাষ্ট্র আমাকে দেয় নাই। আমাকে হয়তো অনেকেই ইন্ডিয়ার দালাল বলতে দীধা করবেন না, কিন্তু আমি আমি বলবো আমি প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা চাই, কিন্তু আমরা এখনো ইন্ডিয়ার অধিনস্ত হয়েই আছি।