আশরাফুলকে খেলানোর পক্ষে না বিপক্ষে?

ছায়া
Published : 18 Feb 2011, 03:36 PM
Updated : 18 Feb 2011, 03:36 PM


আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট বিশ্বকাপ ২০১১।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ট্যালেন্টেড খেলোয়ার বলে পরিচিত মোহাম্মাদ আশরাফুল। ২০০১ সালে শ্রীলংকার বিপক্ষে অভিষেক টেস্টে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজেকে প্রকাশ করেন এবং বলতে গেলে মাত্র ১৭ বছর(!) বয়স থেকেই তিনি ১২ কোটিরও(বর্তমানে ১৪কোটি) বেশি মানুষের আশার চাপ নিয়ে খেলে আসতেছেন।

উনার সাম্প্রতিক ফর্ম কিংবা কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বলার কিছু নেই।একসময় যার দলে জায়গা পাওয়া ছিল নিশ্চিত এখন তাকে ১১ জনের দলে জায়গা না পাওয়া নিয়ে শুরু হয়েছে চরম অনিশ্চয়তা বেশ কিছুদিন ধরে।আগামীকাল ভারতের বিপক্ষ দিয়ে শুরু হবে আমদের বিশ্বকাপ। ব্লগটি পোস্ট করলাম অন্য সব ব্লগারদের এই ব্যাপারে মতামত জানার জন্য।

আমার মতামতে আমি বলব আগামীকাল আশরাফুলকে ভারতের বিপক্ষে প্রথম খেলাই নেওয়া হউক। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞমান খেলোয়ারকে দলে রাখা গুরুত্বপূর্ণ। এমন একটি মাচে ভার সামলানোর ক্ষমতা তাঁর আছে বলে আমি বিশ্বাস করি।

আপনারা কি মনে করেন আশরাফুলের আগামীকাল খেলার ব্যাপারে ?