বাংলাদেশে দেখি রাজাকারের শেষ নাই!

স্বাধীন দেশে পরাধীন এক ছেলে
Published : 12 Feb 2013, 05:21 PM
Updated : 12 Feb 2013, 05:21 PM

আমার খুব কান্না পাচ্ছে আজ…..
কষ্টে কিংবা দুঃখে নাহ…… ক্ষোভে, রাগে আর অভিমানে :'(
৪:২০ মিনিট এ প্রেস ক্লাব থেকে মার্কেট গেলাম ব্যাক্তিগত কাজে…
কাল Physics পরিক্ষা… তাই বাসায় ফেরার উদ্দেশ্যে ৬নং মেট্রো বাসে উঠলাম…
বাস যখন চেরাগি পাহাড় মোড়ে এল…
প্রেস ক্লাব এর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলাম একটা… গর্বের দীর্ঘশ্বাস…
হঠাৎ আমার পাশে দাঁড়িয়ে থাকা একজন বলে উঠল… "সাধারন মানুষের সমস্যা করে এটা কোন ধরনের আন্দোলন? ওদের খেয়ে-দেয়ে কাজ নাই?"…
পিছন থেকে আর একজন চেঁচিয়ে বলল… "আরে ভাই ওরা পাচ্ছে,তাই যাচ্ছে… ঘণ্টায় নাকি ৫০টাকা আর খাবার ফ্রি…"
সহ্য করতে না পেরে বললাম "আপনার ১৪ গুষ্টিতে কেউ টাকা পাইসে? একটু দেখাতে পারবেন?"……
আমার পাশে বসে থাকা লোকটি বলে উঠল … "চুপ বেয়াদব ছেলে, ওখানে মেয়ে ছেলে একসাথে অবাধে মিশতে পার তাই বেশি ভাল লাগতেসে,তাই না?"
পাশ থেকে বয়স্ক একজন বলে উঠলেন "আমিও রাজাকারের বিচার চাই।তবে আমি চাই নাহ আমার বোন আর মেয়ে ওখানে গিয়ে বসে থাকুক।এটা মুসলিম Country. ছেলে-মেয়ের অবাধে মেলামেশা আমরা মেনে নিবো নাহ"……
এখানেই শেষ নাহ… বাস এর প্রত্যেকটা মানষ যা খুশী তা বলল… :'(
আমার বয়সী ৩-৪জন ছিল… সবাই চুপ… :'(
আমি খুব কষ্ট পেয়েছি… খুব :'(
আন্দোলনটা কাদের জন্য? যাদের জন্য এই আন্দোলনটা, তারাই এভাবে মুখে যা আসে তা বলতে পারল? :O
আরে ১৯৭১ এ বাঙালি নারীরা তো ঘরেই বসে ছিল… তোদের সাথেই ছিল…
পেরেছিলি তাদের সম্ভ্রম রক্ষা করতে? ঃ@
আজ যখন ন্যায় রক্ষায় আমাদের মা-বোনরা রাস্তায় নামলো… এতেই অন্যায় হয়ে গেল তোদের কাছে ?… ঃ@
তোদের মত গণ্ডমূর্খদের কারনেই আজ দেশের এই হাল…
বেপার নাহ… আর দুদিন পর তোরা আমদের নতুন প্রজন্মের কাছ থেকে শিক্ষা নিবি…।
আমরা যা করছি এটা কতটুকু যুক্তিযুক্ত ওইদিন প্রমানিত হবে…
সেই দিনের অপেক্ষায়……।
দাবি একটাই… রাজাকারের ফাঁসি চাই…
দুনিয়া উলটে গেলেও এই আন্দোলন চলবে…।