
কিছুদিন আগের কথা, পেপার পড়তে বসছি। দেখি বিশাল এক বিজ্ঞাপন দেয়া হইছে যে আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি লাইন চালু করা হয়েছে। নাম্বার হচ্ছে ‘৯৯৯’। আমি দেখে হালকা ধাক্কার মত খেলাম। সারা জীবন ইংরেজী মুভিতে দেখে আসছি কারো কোন ঝামেলা হইলেই তারা ৯১১ এ কল করে, এরপর পুলিশ দৌড়ায় চলে আসে। আমাদের দেশে জিডি মামলা করলেই পুলিশ আসে না, আর কল করলে নাকি পুলিশ, অ্যাম্বুলেন্স চলে আসবে! মনে মনে হাসলাম। মা সামনে ছিল, তাকে বললাম, কাহিনী দ্যাখো, পুরান পাগলরা ভাত পায় না, নতুন পাগল আসছে!
এবার একটা অদ্ভুত কাহিনী বলি…। আমাদের বাসার ঠিক সামনে দুই দিন পর পর বিশাল মিলাদ-মাহফিল টাইপ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান কেমন হয় একটু বর্ণনা দেই। আমার বাসার দিকে মুখ করে দুইটা ইয়া বড় বড় মাইক লাগানো হয় সেই ওয়াজ মাহফিল পুরোটা সারা এলাকা শোনানোর জন্য। এইভাবে এক কিলোমিটার রেডিয়াসে ওনারা মাইক লাগান। দুপুরে নামাজ শেষ করার পর ওনারা শুরু করেন অদ্ভুত টাইপ একটা অনুষ্ঠান। সেদিন শুনলাম, ’দেখেছি প্রথম বার, ওই চোখে প্রেমের জোয়ার’ গানের সুরে একজন চিৎকার করে গাচ্ছে ’এইটাই আমার ইসলাম, ঘরে ঘরে ছড়িয়ে দিব এর নাম’। যাই হোক এই ধরনের ‘ইসলামী সংগীত’ নামে হেড়ে গলায় গান চলতে থাকে দুপুর থেকে। সন্ধ্যার পরে শুরু হয় মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে নানা জন নানান রকম কথা বলে, গান গায়। এই পুরা প্রোগ্রাম শেষ হয় রাত দুইটা থেকে তিনটার মধ্যে। আমি বাজি ধরে বলতে পারি, এই সময়ে আমার বাসার আশেপাশে কেউ ঘুমায় না। ওই আওয়াজে ঘুমানো সম্ভব না। আমার নিজের সাইনাসের ব্যথা, ব্যথা উঠলে সেই শব্দের চেয়ে মনে হয় মরে যাওয়া সোজা। মাসের পর মাস, বছরের পর বছর আমরা এই সমস্যা টানতেছি।
আজকে কেন যেন মনে হইল ৯৯৯ এ কল করি একটু, জানি সমাধান হওয়ার প্রশ্নই আসে না তবুও দেখি। কল দিলাম – খুব সুন্দর ভয়েসের কোন এক আপু কল পিক করল। সুন্দর করে বলল, আপনাকে স্বাগতম, স্যার কীভাবে আপনাকে হেল্প করতে পারি? আমি ততক্ষনে কথার স্টাইল শুনেই মুগ্ধ। আমি ভাবছিলাম খ্যানখ্যান টাইপ গলার কেউ ফোন ধরে বলবে, কিচ্ছে? এ তো উল্টো! বললাম – ম্যাডাম, একটা সমস্যা আমার এখানে, মেজর কোন সমস্যা না, কিন্ত অনেক দিন ধরে ফেস করছি। উনি বললেন, স্যার, প্লিজ বলেন। বললাম যে আমাদের এখানে এত বেশি শব্দ যে দরজা-জানালা আটকে রাখতে হয়। এরপরেও ঘরে বসা যাচ্ছে না। কতদিন আর এভাবে সহ্য করব? উনি আমাকে জিজ্ঞেস করলেন, স্যার প্রতিদিন হয়? আমি বললাম, না প্রতিদিন না, কিন্ত সপ্তাহে এক বার হবেই। উনি বললেন, স্যার, এরিয়াটা বলেন। আমি নাম-ঠিকানা সবই দিলাম। উনি বললেন, ওকে স্যার, আমরা এখনই দেখছি, ভালো থাকবেন।

আমি শিওর ছিলাম, কিছুই হবে না। আজকেও রাত জাগতে হবে, আজকেও সব সহ্য করতে হবে। আমাকে অবাক করে দিয়ে ঠিক ১২.২০ মিনিটে সব অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। যেই প্রোগ্রাম তিনটা চারটার আগে কোনদিন শেষ হয় না সেইটা কোন কারণ ছাড়াই চলতে চলতে ১২.২০ মিনিটে অফ! আমি খুব ভালো করে জানি ওনারা সত্যি সত্যিই দেখেছেন ব্যাপারটা।
বাংলাদেশ স্মার্ট হয়ে যাচ্ছে, যে দেশে একটা কলেই বড় কোন সমস্যা থেকে রেহাই পাওয়া যায় সেই দেশ তো স্মার্টই। স্মার্ট দেশের প্রতি অপার ভালোবাসা, ৯৯৯ এর মত সেবার বুদ্ধি যাদের মাথার ফসল তাদের জন্য ভালোবাসা…।
এম নাসির বলেছেনঃ
আমরা পুলিশের কাছে এমনটি’ই আশাকরি। ভাল বলেছেন, ভাল থাকুন শুভ কামনা আপনার জন্যে
শাদনান মাহমুদ নির্ঝর বলেছেনঃ
ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন 🙂
নিতাই বাবু বলেছেনঃ
ভালোতো! এটা কি বাংলাদেশের সব জেলায়? আর সবখানে? আমাদের নারায়ণগঞ্জ থেকে কল করলেও, এইরকম সেবাটা পাওয়া যাবে? তাহলেতো ভালোই হয়েছে। একটা কল-ই কেল্লাফতে। ভালো এবং দারুণ খবরটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি ভালো থাকবেন।
শাদনান মাহমুদ নির্ঝর বলেছেনঃ
জি, আমার জানা মতে সব জেলাতেই, আপনি কল করে এরিয়া বললেই ওনারা আপনার নিকটস্থ থানা/ফায়ার সার্ভিস কে আপনার সমস্যা জানিয়ে দিবেন; প্রসিডিউরটা আমার জানামতে এরকম ই। টোল ফ্রী লাইন। ফোনে ০ পয়সা থাকলেও কল করা যাবে। পুলিশ/অ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস কল করা যাবে।
আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন 🙂
শাদনান মাহমুদ নির্ঝর বলেছেনঃ
পোস্ট সংক্রান্ত বিশেষ দ্রষ্টব্যঃ
শুনলাম ফেসবুকে এই পোস্টটা অনেক অনেক শেয়ার হইছে, কেউ কেউ আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করতেছেন আমি ‘ওয়াজ’ বন্ধ করতে বলছি তাই। কেউ কেউ কাফের বলছেন, কেউ কেউ দালালও বলছেন। নিজের জায়গাটুক ক্লিয়ার করি। এখানে দালালির কিছু নাই। যদি খারাপকে জোর গলায় খারাপ বলি তাহলে ভালোকে আস্তে আস্তে হইলেও ভালো বলা উচিত। সরকার যদি ভালো কিছু করে আর আমি যদি সেটা স্বীকার করি তাহলে আমি যেমন সরকারের দালাল হয়ে যাই না, অন্যে ভালো কিছু করলেও আমি অন্যের দালাল না।
যারা সরাসরি বা ইনিয়ে বিনিয়ে কাফের/মুরতাদ বলার চেষ্টায় আছেন, তাদের জন্য বলি – ভাই সাইনাসের ব্যথা আর সামনে পরীক্ষা এই দুইটা সমস্যা নিয়ে টানা তিন রাত জেগে থাকেন, কানের মধ্যে সারারাত লাউড স্পিকারের আওয়াজ যাক, তখন কেমন লাগে তা জানাবেন। এরপরও যদি আমাকে ওইগুলা মনে হয় কিছু করার নাই। রাত ১০ টার পরে কান ঝালাপালা করা যে কোন শব্দ অসহ্যকর সেইটা বিয়েবাড়ির হিন্দি গান হোক/ওয়াজ হোক।
[পোস্ট সম্পাদনার কোন বিষয় এখানে পাই নাই, আমি ফেসবুক ব্যবহারকারীও না তাই এখানে কমেন্ট আকারেই লেখাটুক দিলাম; ধন্যবাদ]
ফাহিম সারমিন বলেছেনঃ
অাপনি ইংলিশ মুভি তে জীবন ধন্য করছেন,! তাই গান বুঝেন , গজল চিনেনা! সাইনাসের প্রবলেম এ যুগে ও অাপনা কে ভোগাচ্ছে? অাপনার জন্য সম বেদনা জানাচ্ছি!! অামার জানা মতে ইসলামের কোন মাহফিল সপ্তাহে দু, তিন একই জায়গাতে সাধারনত হয় না। যদি হয়ে ও থাকে সেটা এলাকা বাসীর জন্য বদ নসীব /সু নসীব, অাপনার জন্য সম বেদনা জানাচ্ছি!
শাদনান মাহমুদ নির্ঝর বলেছেনঃ
ফাহিম সারমিন কমেন্টের জন্য ধন্যবাদ। হিন্দি/বাংলা সিনেমার কিছু উদ্ভট গানের সুরে ইসলাম নিয়ে গান গাইলে সেইটা গজল হয় কিনা আমি ঠিক শিওর না। আর জি আপনার জানায় বেশ বড় ভুল আছে, নারায়নগঞ্জে আত্নীয় থাকলে চলে আসেন, এখানে টানা তিনদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এগুলা চলে (বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত, প্রত্যেক মাসে একবার বা দুইবার মাস্ট)। আর জি ভাই আমি সাইনাসে ভোগা লোক, এইটা আমার শারীরিক সমস্যা, আপনার সমবেদনার জন্য ধন্যবাদ। আর আপনি লেখার আসল ব্যাপারটাই ধরতে পারলেন না। সুনাম করলাম ৯৯৯ এর, সেইটা না বুঝে কোন লাইন ধরতে চাচ্ছেন সেইটা বুঝলাম। যাই হোক তবুও ধন্যবাদ। ভালো থাকবেন।