নিয়োগ বিজ্ঞপ্তিতে অস্বচ্ছতা: বেকারদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কর্মসংস্থান ব্যাংকের বিরুদ্ধে

শফিকুল ইসলাম(শফিক)
Published : 22 May 2015, 08:16 AM
Updated : 22 May 2015, 08:16 AM

নিয়োগ বিজ্ঞপ্তিতে অস্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পরীক্ষার ফি বাবদ আবেদনকারীদের হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কর্মসংস্থান ব্যাংকের বিরুদ্ধে । এ নিয়ে ফেসবুকে উঠেছে সমালোচনার ঝড়। চাকরী প্রত্যাশীদের অভিযোগ, গত ২৭ ফেব্রুয়ারি কর্মসংস্থান ব্যাংকে সিনিয়র অফিসার পদে ২৮, অফিসার পদে ৪৪, সহকারী অফিসার (সাধারণ) পদে ৫০, সহকারী অফিসার (ক্যাশ) পদে ১৯, ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪২, সহকারী প্রকৌশলী পদে ১, সহকারী প্রোগ্রামার পদে ১ জনসহ মোট ১৮৫ জন কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছে আবেদন আহবান করে । আবেদন ফি বাবদ প্রত্যেক পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা করে নিয়েছে।যোগ্যতা অনুযায়ী একজন আবেদনকারী ১ টি থেকে ৪ টি পদের জন্য আবেদন করে ।কারণ বিজ্ঞপ্তিতে একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবে না এমন কোন প্রবিধান উল্লেখ ছিল না।সাধারণত, একাধিক পদে আবেদন করা না গেলে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে।আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

কিন্তু আবেদনকারীদের ভুল ভাঙ্গে নিয়োগ পরীক্ষা গ্রহণের বিজ্ঞতি প্রকাশের পর। বিজ্ঞপ্তিতে আগামী ০৫/০৬/২০১৫ ইং তারিখে সকল পদের নিয়োগ পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। এতে একাধিক পদে আবেদনকারী চাকরী প্রত্যাশীরা বিপদে পড়ে যায়। তারা ফেসবুকে নিজ ওয়াল ও বিভিন্ন পেইজে ক্ষোভ প্রকাশ করে।পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি-

ব্যাংকের হেল্প লাইনে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। আবেদনকারীরা এর প্রতিবাদে ফেসবুকে মিলিত হয়ে বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ সহ বিভিন্ন কর্মসূচীর কথা জানায়।

কর্মসংস্থান ব্যাংকের সাথে যোগাযোগের উপায়ঃ-
কর্মসংস্থান ব্যাংক
হেড অফিস
১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০
বাংলাদেশ।
ফোনঃ ০২-৯৫৬২২৯০, ০২-০৯৫৫৯৪৬৮
ফ্যাক্সঃ ৮৮-০২-৯৫৫৭৫৯৪
ইমেইলঃ info@karmasangsthanbank.gov.bd
ওয়েবঃ www.karmasangsthanbank.gov.bd