‘বানের জলে ভাইস্যা গেলো বারো মাইসা শিশু’

মাজহার সরকারমাজহার সরকার
Published : 26 April 2017, 02:52 AM
Updated : 26 April 2017, 02:52 AM

বাজান, কি কমু দুক্ষের কতা। চওখটা মেইল্লাই দেহি পানি
আগুনের মতন আইতাসে কলকলাইয়া
সরকারের কুটি ট্যাকার বাঁধ ভাইঙ্গা গেলো নাইল্লার শলা যেমুন
বাজান, আমার বারো মাইসা পুতটা ঘুমায় আছিলো
ভাইস্যা গেলো হাঁসের বাচ্চা যেমুন হাতুর কাডে গাবুসগুবুস পানিত।
বউডা উটলো চিল্লাইয়া, পানি গো উজানের পানি!
লালুরগোয়ালা থাইক্যা সাহেবনগর আর তাহিরপুর
আমি কি করি! ফাল দিয়া পড়লাম জোয়ারে
পুত তো আমার ফাই না, পুত নাই ধান নাই
ঘড়ডা ক্যাড়ক্যাড় কইরা উটলো, ওহ খোদা ঢলের পানি
মাছ মইরা ভাইস্যা উটলো, পেটফুলা মরা গরু গন্ধ ছুডাইলো
এক থালা ভাত কাচা মরিচ দিয়ে মাইক্কা খাইসিলাম

পুতটারে ব্লাউজ খুইল্লা বউ দিছিলো বুনির দুধ, আহা বাজান
বারো মাইস্যা শিশু, বউডা তারে বুকটাত লইয়া ঘুমায় আছিলো
সক্কালডা অইতে দেখি পানি আর পানি, আগুনের মতন কলকলাইয়া
ঘরে ডুকলো, বারো মাইস্যা শিশুডারে পানি কোলে কইরা লইয়া গেলো
রিলিফ রেশনের লুভ নাই, দায় নাই মহাজনী ঋণ
পুতটা আমার নাই ধান নাই, সারা শরীরে এহন আমার কান্দন।