
শিশুদের উপর হোক আর বড়দের উপর হোক, যৌন নির্যাতন সব সময়ই খারাপ। কিন্তু শিশুদের ক্ষেত্রে তা অনেক বড় ভয়ের ব্যপার হয়ে দাড়াতে পারে। এর প্রভাবে পরবর্তীতে তাদের মানসিক বিকাশে প্রভাব পড়তে পারে মারাত্মক ভাবে।
সম্প্রতি নাম করা অভিনেত্রী তার All That Is Bitter and Sweet এ তার নিজের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে তার শিশুকালে তার উপর হওয়া যৌন নির্যাতনের ঘটনা উল্লেখ করেছেন। এপ্রিলের ৫ তারিখ এই বই প্রকাশ হয়।

তাজুল ইসলাম বলেছেনঃ
ভাই ভাই ছোট একটা পোষ্ট দিলেন? পোষ্ট দিলে তথ্যসমৃদ্ধ পোষ্ট দিন যাতে সবাই পড়ে বুঝতে পারে শিখতে পারে।
আইরিন সুলতানা বলেছেনঃ
তাজুল ইসলাম এর সাথে একমত পোষণ করছি। তথ্যসমৃদ্ধ পোস্ট ব্লগাররা প্রত্যাশা করে। এবং কপি-পেস্ট পোস্ট নয়, তথ্য বা রেফারেন্স টানা যেতে পারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মৌলিক আলোচনা, নিজস্ব মতামত/চিন্তাভাবনা ফুটে উঠুক পোস্টে।
mohammad joinal বলেছেনঃ
Right Tajul Islam Bhai