ল্যাবে কিডনি তৈরী করলেন স্কটিশ বিজ্ঞানীরা!!!

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 11 April 2011, 02:50 PM
Updated : 11 April 2011, 02:50 PM

স্কটিশ বিজ্ঞানীরা এবার সফল ভাবে ল্যাবে কৃত্রিম কিডনি তৈরী করলেন।
ইউনিভার্সিটি অফ এডিনবার্গের গবেষক দল কিডনির বিল্ডিং ব্লক হিসাবে পরিচিত সেল তৈরী করেন।

তারা যেই কিডনিটি তৈরি করে, তার দৈর্ঘ্য এক সেন্টিমিটার।

এ মাসের শেষের দিকে এডিনবার্গ সায়েন্স ফেস্টিভালে এটি প্রদর্শন করা হবে।