১১৪ বছর বয়সে মারা গেলেন পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষটি!

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 15 April 2011, 08:38 AM
Updated : 15 April 2011, 08:38 AM

[img|http://www.outlookbd.com/outlookbd/images/stories/Walter_breuning.jpg]
ওয়াল্টার ব্রুইনিং, পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষ, ১১৪ বছর বয়সে মারা গেলেন। তার বাসস্থান রেইনবো রিটায়ারমেন্ট হোমের পক্ষ থেকে বলা হয় যে তিনি সাধারণ ভাবেই মন্টানা হাসপাতালে মারা যান। তিনি এই মাসের প্রথম দিকে একটি হাসপাতালে ভর্তি হন। তিনি সেপ্টেম্বর ২১, ১৮৯৬ সালে জন্ম গ্রহণ করেন।

তিনি একটি সুখি জীবন যাপনের জন্য তার মন এবং শরীরকে ব্যস্ত রাখতেন।আর তিনি প্রতিদিন দুইবার খাবার খাবার খেতেন এবং যত সময় পর্যন্ত সম্ভব কাজ কা করতেন।ওয়াল্টার ব্রুইনিং, পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষ, ১১৪ বছর বয়সে মারা গেলেন। তার বাসস্থান রেইনবো রিটায়ারমেন্ট হোমের পক্ষ থেকে বলা হয় যে তিনি সাধারণ ভাবেই মন্টানা হাসপাতালে মারা যান। তিনি এই মাসের প্রথম দিকে একটি হাসপাতালে ভর্তি হন। তিনি সেপ্টেম্বর ২১, ১৮৯৬ সালে জন্ম গ্রহণ করেন।

তিনি একটি সুখি জীবন যাপনের জন্য তার মন এবং শরীরকে ব্যস্ত রাখতেন।আর তিনি প্রতিদিন দুইবার খাবার খাবার খেতেন এবং যত সময় পর্যন্ত সম্ভব কাজ করতেন।