কমর্শিয়াল ব্যাংক গুলার নতুন শাখা খোলার উপর শর্ত আরোপ!

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 24 April 2011, 03:20 PM
Updated : 24 April 2011, 03:20 PM


যেই সকল ব্যাংক ৮৫% ক্রেডিট ডিপোজিট লিমিট পার করেছে, তাদের নতুন শাখা খোলার উপর সম্প্রতি রেস্ট্রিকশন আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সে সকল ব্যাংক কে এর আওতা মুক্ত করবে যারা কিনা তাদের ক্রেডিট ডপোজিট লিমিট ৮৫% এর নিচে আনতে পারবে।

এই লক্ষ অর্জনের জন্য ২৪টি ব্যাংককে আগামী জুন ৩০, ২০১১ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে।