মিলিয়ন ডলারের ম্যালেরিয়ার ঔষধ চুরি হয়ে গেছে!

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 24 April 2011, 07:58 PM
Updated : 24 April 2011, 07:58 PM


গ্লোবাল হেল্‌থ ফান্ডের মিলিয়ন ডলারের ম্যালেরিয়ার ঔষধ চুরি হয়ে তা প্রায় ১৩টি আফ্রিকান দেশের ব্লাক মার্কেটে বিক্রি হয় গেছে!

প্রতি বছর প্রায় ২৫০ মিলিয়ন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং প্রায় এক মিলিয়ন মানুষ এতে মারা যায়। এর একটি বিশাল অংশই আফ্রিকার শিশুরা। আর তাই এই মার্কেটে ম্যালেরিয়ার ঔষধের চাহিদা অনেক বেশি। আর এই চাহিদা বেশির কারণে এই ঔষধ গুলি বিক্রি করাও একটি সহজ কাজ।

বিভিন্ন অনুসন্ধানের ফল ঘটালেই দেখা যায় যে এই ধরণের ঘটনার ৭০% ই ঘটায় সরকারের সাথে জড়িত মানুষরা। তাদের মধ্যে ওয়্যার হাউজ গুলির সিকিউরিটির দ্বায়িত্ব প্রাপ্তরা, ম্যানেজার, ডাক্তার ও আছে!

এই ঔষধ গুলি যদি সঠিক ভাবে সঠিক মানুষের হাতে পৌঁছান সম্ভব হত, তাহলে হয়ত হাজার হাজার মানুষের প্রাণ বাঁচত। আচ্ছা আমরা কি দিন দিন পশু হয়ে যাচ্ছি? মানুষ হয়ে মানুষের জীবন বাচাঁনোর ঔষধ কালোবাজারী করি দুটাকা হাতাবার জন্য? যারা এই সব কাজ গুলি করে, তারা কি একবার নিজের কথাটা চিন্তা করে না? একদিন হয়ত তার জন্য যেই ঔষধ অতিপ্রয়োজনীয় হবে, তা অন্য কেউ কালোবাজারী করবে।

ভাবতেই খারাপ লাগে।