এখন ওয়েবসাইটগুলো আপনার লোকেশন ট্রাক করতে পারবে!!!

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 26 April 2011, 03:58 PM
Updated : 26 April 2011, 03:58 PM

নতুন একটি অনলাইন ট্রাকিং সিস্টেম ওয়েবসাইটগুলিকে তার ইউজার ট্রাক করতে পারবে। এই পদ্ধতিতে ওয়েবসাইটটি তার ইউজারদের সঠিক অবস্থানের কয়েকশ মিটারের মধ্যের অবস্থান সঠিক ভাবে নির্ধারণ করতে পারবে। আর এই অবস্থান নির্ধারণের সিমানা গড়ে প্রায় ৬৯০ মিটার। আর এর জন্য ইউজারের কোন অনুমতি নেয়া হবে না বলেই জানা গেছে।

বর্তমানে যেই প্রযুক্তি আছে তাতে ওয়েবসাইটগুলি ব্যবহার কারীর ২০০ কিলোমিটারের মধ্যে অবস্থান বলতে পারে, কিন্তু এই পদ্ধতি তা ১০০ মিটার এর মধ্য এনে দিবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে এড্‌ভার্টাইজিং কোম্পানিগুলো তাদের কাস্টমাইজড ম্যাসেজ সঠিক স্থানে পাঠাতে পারবে। তবে এই পদ্ধতি ব্যবহার করা নিয়ে প্রাইভেসির প্রশ্নটি সামনে আসছে।

বর্তমানে যে ইন্টারনেট প্রোটোকল (আইপি) এড্রেস ব্যবহার করা হয়, তা দিয়ে যদিও অবস্থান নির্ধারণ করা যায়, তবুও তা এই নতুন প্রযুক্তির সাথে তুলনা করার মত না। নতুন এই প্রযুক্তিটি আমেরিকান এবং চায়নার গবেষকদের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য যে গুগল ম্যাপ এই পদ্ধিতি ব্যবহার করেই তার ইউজারদের লোকেশন দেখায়।