আপনার মাথার উপরে একটা স্যাটেলাইট!!! (এন্ড্রয়েড সফটওয়ার)

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 12 March 2020, 09:38 AM
Updated : 6 July 2011, 05:07 PM

অবাক হবার মত কিছু না! আমরা সবাই জানি যে অনেক স্যাটেলাইট আছে যা আমাদের এই পৃথিবীকে ঘিরে সব সময়ই প্রদক্ষিন করছে।

এন্ড্রয়েড মার্কেটে একটি সফটওয়ার আছে যা দিয়ে আপনি এই স্যাটেলাইট গুলি সহজেই ট্রাক করতে পারেন।

রাত্রে আকাশের দিকে তাকালে প্রায়ই দেখতে পারবেন যে কিছু আলো যা দেখতে তারার থেকে একটু উজ্জল এবং স্থির আলো দেয় তারা নড়াচড়া করে, আবার হঠাৎ দাঁড়িয়ে যায়। এগুলি আসলে স্যাটেলাইট। প্রয়োজনে এদের নড়ান হয় আবার প্রয়োজনেই এদের দাঁড় করান হয়।

যদি আপনার জানতে ইচ্ছা করে যে এই মুহুর্তে আপনার উপর দিয়ে কোন স্যাটেলাইট যাচ্ছে কিনা তাহলে এন্ড্রয়েড মার্কেট থেকে satellite ar লিখে সার্চ দিন এবং ফ্রি সফটওয়্যারটি নামিয়ে নিন।

এবার সেটি চালু করুন এবং আপনার মোবাইল ক্যামেরাটিকে আকাশের দিকে তাক করুন, সেখানি নীল এবং হলুদ রেখা গুলি ফলো করলেই কোন না কোন স্যাটেলাইট পেয়ে যাবেন। আর যদি আপনি সন্ধা বা রাত্রে কোন স্যাটেলাইটের নড়াচড়া টের পার তার দিকে তাক করলেও পেয়ে যাবেন সেটিকে। এবার এর উপর ক্লিক করলেই তার সম্পর্কে জানতে পারবেন। এর কাজ, জন্ম সাল (!) ইত্যাদি ইত্যাদি।

সতর্কতাঃ
১. ইন্টারনেট কানেকশন থাকা লাগবে।
২. ব্যাটারীর চার্জ অনেক খায়।