একটি হ্যান্ডিক্যামেরা বিক্রি করতে চাই (১ মাসেরও কম ব্যবহৃত)

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 24 Sept 2011, 05:41 AM
Updated : 24 Sept 2011, 05:41 AM

আমি গতমাসের ২৫ তারিখ একটি সনি হ্যান্ডিক্যাম কিনি। যার মডেল ডিসিআর-এসএক্স৬৫ (DCR-SX65)। বাংলাদেশে এখন পর্যন্ত পাওয়া যায় ডিসিআর-এসএক্স৪৫ (DCR-SX45)

মূলত দুইটি মডেলের সবই একই, শুধুমাত্র দুইটি পার্থক্য। যাই হোক, আগে বিস্তারিত বলে নেই।

বডি কালারঃ সিলভার
অপটিকাল জুমঃ ৬০এক্স (৭০ এক্স এক্সপান্ডেবল)
ডিজিটাল জুমঃ ২০০০এক্স
ভিডিওফরম্যাটঃ এনটিএসসি
ভিডিও ক্যাপচারঃ ৯মেগাবিট/সেকেন্ড, ৬মেগাবিট/সেকেন্ড, ৩মেগাবিট/সেকেন্ড
ইন্টারনাল মেমরীঃ ৪গিগাবাইট (এসক্স৪৫ এ কোন ইন্টারনাল মেমরী নাই)
মেমরী কার্ড দেওয়াঃ ৮ গিগাবিইট (৩২ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল)
অর্থাৎ সব মিলিয়ে ভিডিও করার জন্য এখনই পাচ্ছেন ১২গিগাবাইট, যা ৩৬গিগাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন।
লেন্স মেনুফেকচারারঃ কার্ল জিজ
ফেস ডিটেকশনঃ আছে
অটো ফোকাসঃ আছে
স্টিডি শটঃ ১০এক্স (এটি হাত কাপলেও ভাল ভিডিও উঠাতে সাহায্য করে – এসএক্স৪৫ এ এটি নাই, শুধু ষ্টান্ডার্ড স্টিডিশট আছে)
ব্যাটারীঃ ২ঘন্টা (আমার একটি বাড়তি ব্যাটারি আছে, যা ৩ঘন্টা ৩০ মিনিট চার্জ থাকে) অর্থাৎ সব মিলিয়ে ভিডিও করতে পারবেন ৫ঘন্টা ৩০ মিনিট।

এসএক্স৪৫ মডেলের বর্তমান বাজার মূল্য ৩২,৯০০ টাকা (৮গিগা মেমরী সহ), সুতরাং এসএক্স৬৫ মডেলের দাম আরও বেশি হবে (৪গিগা ইন্টারনাল মেমরী + ৮ গিগা মেমরী কার্ড সহ), আর এক্সট্রা ব্যাটারীর বাজার মূল্য ৪,০০০ টাকা। অর্থাৎ সব মিলে দাম ৩৭,০০০+।

কিন্তু আমি আমার ক্যামেরাটি মাত্র ৩১,৫০০ টাকায় বিক্রি করতে চাই। খুব শখ করে কিনেছিলাম ক্যামেরাটি, কিন্তু এখন টাকার ভীষণ দারকার। ১ মাস ও হয় নি।

শুধুমাত্র আগ্রহী ক্রেতাদেরকে যোগাযোগের জন্য অনুরোধ করছি। ০১৯১৪৪৭৫৫৩৪ এবং ০১৮১৮০৭৭৯২২