ব্লাড ডোনেশনের জন্য ফরম তৈরি করতে চাই!

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 24 Nov 2011, 02:47 AM
Updated : 24 Nov 2011, 02:47 AM

একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্লাড ডোনেশন এর জন্য তথ্য সংগ্রহ করতে চাই, যাতে করে কেউ অসুস্থ হলেই নির্দিষ্ট ব্লাড গ্রুপের ছাত্র-ছাত্রীদের ফোন বা মেইল করে সাহায্য চাইতে পারি।

এখন আমার যেটা দরকার সেটা হল কি কি রাখব। এছাড়া যদি কোন ডাক্তর এই ব্লগে থেকে থাকেন, দয়া করে একটু বলবেন যে ব্লাড গ্রুপ গুলি কি কি।

আমি ইতিমধ্যে কিছু জিনিষ ঠিক করেছি যা ফরমে থাকবে। আপনাদের যদি এর বাইরে অন্য কিছু মাথায় থাকে তবে বলবেন।

১. নাম:…………..
২. জেন্ডার:…….
৩. জন্ম তারিখ/বয়স:…………
৪. রক্তের গ্রুপ:………
৫. মোবাইল নম্বর:…………
৬. ইমেইল এড্রেস:…………
৭. বর্তমান ঠিকানা:……….
৮. রক্ত দিতে ইচ্ছুক কিনা:……. (অবশ্য এটার বিষয়ে একটু কনফিউজড। কারণ যারা ইচ্ছুক না, তারা তো ফর্ম পুরনই করবে না।)
৯. রক্ত দেবার অভিজ্ঞতা আছে কিনা:……………….
১০. কোন বিষয়ে পড়া লেখা করছে

আর কিছু পাচ্ছি না। আপনারা একটু বলেন যে আর কিছু রাখার দরকার আছে কিনা।

সবাইকে আগাম ধন্যবাদ।