ফ্রি ডোমেইন নেম – একটু সাবধান হবেন কি?

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 6 Dec 2011, 08:04 PM
Updated : 6 Dec 2011, 08:04 PM

একটু আগেই দেখলাম একজন একটা ব্লগে পোষ্ট দিয়েছেন যে কিভাবে ফ্রিতে ডোমেইন পাওয়া যায়। দেখে ঢুকলাম ওয়েব সাইটে। খুব একটা সুবিধার মনে হল না। পরে তাদের টার্মস এবং কন্ডিশন পেইজ দেখার চেষ্টা করলাম, তাও দেখি ঢুকেনা। পরে ঐ পোষ্টেই কমেন্ট মারলাম যে সাবধানে আগাতে।

কিন্তু ভাই দেখি আমার উপর যারপরনাই বিরক্ত হয়ে আমার মন্তব্য মুছে দিলেন। পরে আবার একটু চেষ্টা করে ঐ ওয়েব সাইটের টার্মস এন্ড কন্ডিশন পেইজ খুলতে পারলাম।

এই জন্যই আপনাদের সাথে বিষয়টি শেয়ার করছি।

এখানে লক্ষ্যনিয় ২টি বিষয়।
১. ২ (এ) তে বলাই আছে যে এটি শুধুমাত্র ইউএসএর লোকদের জন্য।
২. ফ্রি গিফটটি কত বছেরের জন্য তা কিন্তু বলা নাই। ডোমেইন স্বাভাবিক ভাবে ১ বছরের জন্য হয়, এবং বছর বছর তা রিনিউ করতে হয়।

এখন ভাবুন, আপনি সাইনআপ করলেন, কিন্তু কিছুই পেলেন না। বা ধরেন আপনি পেলেন, এবং এক বছর পরে তারা আপনাকে ঐ ডোমেইনর জন্য অনেক বেশি রিনিউ চার্জ ধার্য করল, তখন আপনি কি করবেন?

যারা আমার দেয়া প্রথম লিংকটি পড়েছেন তারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি।

একটি ডোমেইন এক বছর চালিয়ে পরে যদি সেটা হারাতে হয়, মনে হয় না ঘটনা খুব একটা সুবিধার হবে।

সুতরাং সাধু সাবধান। যা নিবেন, তা টাকা খরচ করেই নিন। এতে ভবিষ্যৎ সুন্দর হবে।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

বিঃ দ্রঃ দয়া করে কেউ মনে করেন না যে নিজে ডোমেইন হোস্টিং এর ব্যবসা করি বলে এই রকম একটা পোষ্ট লিখলাম। সবাইকে সতর্ক করা প্রয়োজন মনে করলাম বলেই পোষ্টটি করলাম।