বর্জ্যে দূষিত হয়ে উঠছে গোপালগঞ্জের লেকটি

শাফিউল কায়েস
Published : 15 June 2018, 06:28 AM
Updated : 15 June 2018, 06:28 AM

গোপালগঞ্জ জেলার লঞ্চঘাট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশ দিয়ে বয়ে চলা লেকটি বর্তমানে মৃতপ্রায়। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে লেকজুড়ে।  এসব দূষণ রোধে দেখা যায়নি স্থানীয় প্রশাসনের কোনও উদ্যোগ। ফলে শহরের সৌন্দর্য বর্ধন করা এ লেকটির অস্তিত্ব এখন সংকটে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লেকের রাস্তার পাশের অংশটি ময়লা-আবর্জনায় ভরা। অনেকেই লেক সংলগ্ন রাস্তার পাশে বসে প্রস্রাব করে। ফলে আবর্জনা আর যত্রতত্র প্রস্রাব করায় দিন দিন পুরো পাড় জুড়ে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এই লেকের অপর পাশে আছে মানুষের সময় কাটানোর জন্য একটি জায়গা। বসার জন্য অনেকগুলো আসনের ব্যবস্থাও আছে সেখানে। কিন্তু এখন সেখানে বসা যায় না। লেকের পাশ থেকে ময়লার-আবর্জনা আর প্রস্রাবের দুর্গন্ধ নাকে ভেসে আসে।

স্থানীয় এক পথচারী বলেন, আগে লেকে জলস্রোত ছিল। কিন্তু এখন আর জলস্রোত নেই। যত্রতত্র ময়লা ফেলার কারণে ভরে যাচ্ছে লেক।

লোকজন সচেতন না হয়ে এভাবে ময়লা ফেলতে থাকলে আর কিছুদিন পর এই সুন্দর লেকটি হয়ত হারিয়ে যাবে গোপালগঞ্জ শহর থেকে।

তাই এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে লেকটিকে রক্ষার জন্য জেলা প্রশাসনের আশু উদ্যোগ গ্রহণ প্রয়োজন।