কার্ল মার্কসের সমাধিতে একদিন

শাহ আলম ফারুক
Published : 14 March 2015, 05:38 PM
Updated : 14 March 2015, 05:38 PM


যে ক'জনের দর্শন-সমাজ চিন্তা পৃথিবীকে প্রভাবিত করেছে তাঁদের মধ্যে কার্ল মার্কস অন্যতম। পৃথিবীর লাখো-কোটি মানুষ আজো তাঁর দেখানো স্বপ্নকে ধারণ করে চলেছেন । বলা হয়ে থাকে, তাঁর রাজনৈতিক দর্শনের প্রতিক্রিয়ায় ক্যাপিটালিষ্ট রাষ্ট্রের ভিত ধরে টান দিয়েছিল বলেই, কল্যাণমূলক রাষ্ট্র কাঠামোর চিন্তা করতে বাধ্য হয়েছিল তারা। চার বছরের লন্ডন জীবনে প্রথম দর্শনীর বিনিময়ে গত বছর তাঁর ১৯৭তম জন্মবার্ষিকীর পরদিন ৬ মে ২০১৪ গিয়েছিলাম অন্যতম কালজয়ী দার্শনিক কার্ল মার্কসের সমাধিতে।