অবৈধ মোটরবাইক ও বিরক্ত নাগরিক

সালেহ আহমদ
Published : 10 July 2012, 06:02 PM
Updated : 10 July 2012, 06:02 PM

স্থান-বিয়ানী বাজার,সিলেট।

প্রায়ই পুলিশ ভাইয়েরা রাস্তায় নামে। উদ্দেশ্য-অবৈধ রেজিস্ট্রেশনবিহীন, চোরাই মোটর সাইকেল ধরা। ৩/৪ জায়গায় চেকপোস্ট বসায়। বৈধ-অবৈধ সবার কাগজপত্র পরীক্ষা করে এবঙ শেষ পর্যন্ত ছেড়েও দেয়। এ ভাবেই চলছে দিনের পর দিন।

রাস্তায় আছে সীমান্তের ও পার থেকে আসা চোরাই মোটর সাইকেল,স্থানীয় চোরাই মোটর সাইকেল,বহাল তবিয়তে আছে মোটরসাইকেল চোরের সংঘবদ্ধ চক্র। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা এদেরকে চেনে এবং এক কথায় আদরও করে। অথচ হয়রান হচ্ছি আমরা, যারা সাধারণ নাগরিক,যারা নিজের কষ্টার্জিত অর্থে বাইক কেনে,যারা সরকারকে ট্যাক্স দেয়, রেজিষ্ট্রেশন করে। যারা আইন মানে, আইনকে শ্রদ্ধা করে।

আইন প্রয়োগকারী সংস্থার উদ্ধর্তন কর্তৃপক্ষ, দয়া করে আমাদের প্রতি একটু নজর দেবেন কি, যাতে আমরা হয়রানির শিকার না হই।