এমএলএম কোম্পনিগুলোর ধোঁকাবাজি বন্ধ হবে কবে?

ইমুবিডি
Published : 19 Oct 2011, 09:32 AM
Updated : 19 Oct 2011, 09:32 AM

ইউনিপে টু ইউ , স্পিক এশিয়া , লিজেন নানা ধরনের MLM কোম্পানি বাংলাদেশের মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর আরেকটি MLM কোম্পানি বাংলাদেশের সরল নীরিহ মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।

MIDS IT development এর ওয়েব সাইট http://www.medsit.net/

কোম্পানিটির নাম হচ্ছে MIDS IT development ltd. কোম্পানিটি মাত্র ৫০০০ টাকার বিনিময়ে কম্পিউটার ও ILTS এর সমমান পর্যার ইংরেজি কোর্স করাবে এবং আজীবন ৪৫ মিনিট করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে কোর্স শিক্ষার্থীরা। সাথে সাথে এখানে কোন শিক্ষার্থী ভর্তি করাতে পারলে ৫০০ টাকা নগদ দেওয়া হবে। এর পর এখানে আরো শিক্ষার্থী ভর্তি করাতে পারলে অনেক টাকা আয় করা যাবে।আর যখন এখানে একজন শিক্ষার্থী ভর্তি হয় তখন তাকে শুধু শিক্ষার্থী ভর্তি করানোর বেশি বেশি তাগিদ দিতে থাকে। MIDS IT শুধু শিক্ষার্থীদেরকে বলা হয় Learning এর পাশাপাশি earning করে প্রচুর টাকার মালিক হও।কিন্তু আধোত কম্পিউটার শিখে খুব কম সংখ্যক শিক্ষার্থী।আর শিখতে চাইলেও সম্ভব হয় না শিক্ষার্থী থেকে।কারণ তাদের থেকে পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার নেই। যেমন চট্রগ্রামের জিইসি মোড়ে অবস্থিত MIDS IT এর শাখার মধ্যে মোট কম্পিউটারের ৫০টি। আর শিক্ষার্থী সংখ্যা ১১,০০০। এত কম সংখ্য কম্পিউটার দিয়ে কিভাবে একটি প্রতিষ্ঠান এতগুলো শিক্ষার্থীকে কম্পিউটার শিখাবে। আবার এদিক দিয়ে তারা বলছে শিক্ষার্থীদেরকে আজীবন ৪৫ মিনিট করে ফ্রি ইন্টারনেট।তাহলে এখানে তারা কম্পিউটার শিখাবে নাকি আজীবন ৪৫ মিনিট করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে দিবে শিক্ষার্থীদেরকে। তাদের প্রতিটি শাখার এই অবস্থা। এভাবে যদি MLM কোম্পানিরা বাংলাদেশের কোমলমতি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদেরকে কম্পিউটার ও ও ILTS এর সমমান পর্যার ইংরেজি কোর্স করার নাম দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তাহলে কি সরকারের কিছুই করার নেই।নাকি এর পেছনে সরকারের কোন মদদ আছে!!!