ভাই আমরা কি মানুষ নই?

মোঃ শহিদুল ইসলাম
Published : 12 August 2012, 03:14 PM
Updated : 12 August 2012, 03:14 PM

ঢাকার রাজধানীর ব্যস্ততম এক সড়ক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এক রিকশাওয়ালাকে কাঁদতে দেখে একটু থমকে দাঁড়ালাম। কাছে এসে তার কাঁদার কারণ জানতে চাইলে সে অঝোর ধারায় কেঁদে ওঠে আর বলে আমরা কি মানুষ নই। সামান্য কারণ এক ভদ্রলোক রাস্তাপার হইতে ছিলেন এ সময় রিকশাওয়ালা বার বার বেল দিতে থাকলেও সে না শোনার ভান করে হাঁটতে থাকে। রিকশাওয়ালা অনেক জোরে রিকশা চালানোর কারণে ব্রেক নিয়ন্ত্রণে নিতে একটু সময় লেগে যায়। আর সেসময় রাস্তা পার হতে থাকা ভদ্রলোকের প্যান্টের সাথে সামনের চাকার হালকা ঘষা লাগে। আর এই অপরাধের জন্যই ভদ্রলোক উত্তেজিত হয়ে রিকশাওয়ালাকে মারধর শুরু করে। ভদ্রলোকের দেখাদেখি আমজনতাও শরীক হয় রিকশাওয়ালাকে মারার প্রতিযোগিতায়।
তাই মাঝে মধ্যে ভদ্রলোকদের কাছে কিছু প্রশ্ন রাখতে ইচ্ছে হয়। এই সব অসহায়দের শায়েস্তা করে আপনি কি পেয়ে থাকেন?