আইন যদি প্রয়োগ করা না যায় তবে সে আইন প্রণয়ণের দরকারই বা কী ছিল!

মোঃ শহিদুল ইসলাম
Published : 17 Sept 2012, 07:56 AM
Updated : 17 Sept 2012, 07:56 AM

প্রকাশ্যে ধুমপান করলে ১০০ টাকা জরিমানা হওয়ার আইনের কথা শুনেছি। কিন্তু এর প্রয়োগ কোথায়! এখনও দোকানপাট, রাস্তাঘাটে এমনকি যাত্রীবাহী বাস এর ভিতরেও ধূমপান করতে দেখা যায়। তাহলে এই আইন করে কি লাভ হলো? আইন যদি প্রয়োগ করা না যায় তবে সে আইন প্রণয়ণের দরকারই বা কি ছিল। দয়া করে প্রশাসন এ আইনের প্রয়োগ সোচ্চার হলে অধূমপায়ীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত।