দুর্গন্ধময় পরিবেশঃ কী করবো?

শহীদুল্লাহ শরীফ
Published : 19 Oct 2014, 05:23 AM
Updated : 19 Oct 2014, 05:23 AM

একটা জগদ্দল দুর্গন্ধময় পরিবেশ … সবাই বাম হাতে নাক চেপে ধরে ডান হাতে কাজ করছে। প্রশ্ন জাগে মনে, নাক চেপে ধরলে কি পরিবেশে থাকা দুর্গন্ধ দূর হয়? দুর্গন্ধময় পরিবেশে বাস করে নাক চেপে ধরে রাখবেন কত সময়? হয় দুর্গন্ধময় পরিবেশ থেকে অস্বাস্থ্যকর উপাদান তথা আবর্জনা দূর করার ব্যবস্থা করতে হবে, নচেৎ নাক-মুখ দিয়ে দুর্গন্ধ নিতে হবে, গিলতে হবে। তৃতীয়ত, দুর্গন্ধময় পরিবেশ/এলাকা ত্যাগ করে চলে যাওয়াও একটি সমাধান হতে পারে। কিন্তু ৩য় সমাধান খুবই কঠিন। এলাকা / দেশ ত্যাগ করে চলে যাওয়ার মত ক্ষমতা নেই। তাহলে আমি কী করবো?

পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতা-কর্মী নিয়োগ করা আছে। তারা তাদের দায়িত্ব ঠিকমত পালন করছে না। তাদের মনিটরিং করার জন্য যারা নিয়োজিত তারা তাদের দায়িত্ব ঠিকমত পালন করছে না। মনিটরদের মনিটরিং করার জন্য যারা নিয়োজিত তারা তাদের দায়িত্ব ঠিকমত পালন করছে না। কেউই তাদের দায়িত্ব ঠিকমত পালন করছে না। তাহলে আমি কী করবো?

কিছুক্ষণ, যতটা পারা যায় নাক চেপে ধরে রেখে তারপর জোরে শ্বাস টেনে দুর্গন্ধটা সোজা ফুসফুসে চালান করে দেব কি? না, তাও হতে পারে না। তাহলে আমি কী করবো? আমরা কী করবো?

একটা জগদ্দল দুর্গন্ধময় পরিবেশে আছি কী করবো?