একটি স্বাধীনতা বিষয়ক ছোটগল্প

শহীদুল্লাহ শরীফ
Published : 20 Oct 2014, 05:43 PM
Updated : 20 Oct 2014, 05:43 PM

একটি লোক "…বাংলাদেশ স্বাধীন হওয়ার মাস দুয়েক আগে তাকে শান্তি কমিটির চেয়ারম্যান করা হয়।"
"বাংলাদেশ স্বাধীন হওয়ায় পর তাকে আটক করা হলেও এর ৮/১০ দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।"
তারপর, তিনি মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দিতে লাগলেন।
মুক্ত প্রশ্নঃ কী বুঝলেন ? নিজের ভাষায় লিখুন। সংক্ষিপ্ত প্রশ্নঃ লোকটির কাছ থেকে যারা মুক্তিযোদ্ধার পরিচয়-পত্র পেয়েছে তাদের নামের তালিকা করুন।
বহুনিরবাচনী প্রশ্নঃ
১। লোকটিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার কয় মাস আগে শান্তি কমিটির চেয়ারম্যান করা হয়?
ক) ৩ মাস খ) ২ মাস গ) ৪ মাস ঘ) ৫ মাস