প্রশংসা করলাম বিনয়ীকে

শহীদুল্লাহ শরীফ
Published : 27 Oct 2014, 05:32 AM
Updated : 27 Oct 2014, 05:32 AM

প্রশংসা করলাম বিনয়ীকে তার বিনয় দেখার আশায়। সে বলল, আমার নাম বিনয়ী বলে বিনয় দেখাবো, কে বলেছে? আজ না হয় দেখাই তোমায়, আমার নামের উল্টোটা। দেখতে চাও? দেখতে চাও, আমি ভেতরে ভেতরে কতটা সাড়া দিয়েছি সে বদলে যাওয়ার আহবানে। আমি তাকে বললাম, দোহাই তোমার, তুমি বদলে গিয়ে বিনয়ীর বদলে এমন কাউকে দেখিও না যা আমাকে আহত করবে। বিনয়ী, আমি তোমার বদলে যাওয়া মানুষটাকে দেখার সাহস করি না। তুমি থামো। তুমি না বদলালেই ভালো। তুমি বদলালে আমি কার প্রশংসা করবো।