সালতামামি ২০১৪ শুভ আগামি ২০১৫

শহীদুল্লাহ শরীফ
Published : 31 Dec 2014, 08:55 PM
Updated : 31 Dec 2014, 08:55 PM

আনন্দ, বেদনা, হাসি বা দুঃখ একটি মিশ্র অনুভূতিতে কেটে গেছে ২০১৪। তবে আমি শুধু প্রাপ্তির হিসাবটাই আজ করতে চাই। যা চেয়েও পাইনি, চেষ্টা করেও অর্জন করতে পারিনি তা নিয়ে হাহুতাশ করা আমার না। যা পেয়েছি তাও কম কী। সামনের দিনগুলো আরও ভালো কাটুক, আমার সহব্লগার, সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষী সবার। সবাইকে "HAPPY NEW YEAR 2015"।

উল্লেখ্য, জীবন, সময় ও পারিপার্শ্বিকতা কখনই পুরোপুরি ভাল কিংবা, খারাপ হয় না। যার যেমন যায় আরকি? আমার গেল বছরটা ছিল মোটামুটি। তার মধ্যেও কিছু ভালো কাজ হয়েছে। ৯ দিন কম ৩ মাসে বিভিন্ন মানের বিভিন্ন বিষয়ে সর্বমোট ব্লগ পোস্ট দিয়েছি ৬৭ টি। নিবন্ধ/প্রবন্ধ লেখার ক্ষেত্রে মতামত বিশ্লেষণমূলক আর্টিকেল সর্বমোট ৬টি প্রকাশিত হয়েছে। এটাও অনেক দিন পর এবছরের শেষ প্রান্তিকের অর্জন, যাতে ব্লগিংএরও অবদান রয়েছে। দুটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে (নিচে লিংক দ্রষ্টব্য)। আরেকটি রিভিউয়ারের কোয়েরি অনুসারে অনুসারে মানসম্মত করার কাজ য়ন চলছে।

সামনের বছরটা ভালো যাবে এমন কোনো শুভ লক্ষণ দেখছি না।  রবীন্দ্রনাথের কথামত,"ভালোমন্দ যাহাই আসুক সত্যেরে লহ সহজে"। সহজেই নেব ভালোমন্দ যাহাই আসুক আগামি বছর ২০১৫এ।

তবে এটা কি জানেন? অনেক  ভাল ভাল কিছু, ভাল-লাগার ঘটনা আমার চারপাশে ঘটবে। তা থেকেও আনন্দ খোঁজার চেষ্টা করব।

ভাল থাকুন সবাই, ভাল থাকুন ভাল-লাগা নিয়ে।

সবার জন্য রইল সামনের বছরের জন্য শুভকামনা।

সালতামামি ২০১৪-ব্যক্তিগত ব্লগিং

মিলিয়ে দেখি মিশ্র/মোটামুটি অগ্রগতির বছর ২০১৪ সালের শেষ প্রান্তিকে কতটুকু অর্জন হয়েছিল:

ব্লগার হিসেবে  নিবন্ধিত হয়েছি এবছরই : বৃহস্পতিবার ০৯অক্টোবর২০১৪। এটাও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমার জন্য।

৯ দিন কম ৩ মাসে সর্বমোট পোস্ট দিয়েছি ৬৭ টি। সর্বমোট মন্তব্য করেছি: ১৩৪ টি। সর্বমোট মন্তব্য পেয়েছি: ১৪২ টি।

সালতামামি ২০১৪-ব্যক্তিগত লেখালেখি

নিবন্ধ/প্রবন্ধ লেখার ক্ষেত্রে সর্বমোট মতামত বিশ্লেষণমূলক ৬ টি আর্টিকেল লিখেছি। যদিও শুধু শিক্ষা/ক্যাম্পাস ক্যাটাগরীকে প্রাধান্য দেব এমনকি ক্যাম্পাস ক্যাটাগরীতেই লিখব ভাবনা নিয়ে ব্লগিং শুরু করছিলাম গত বছর অক্টোবর থেকে। কিন্তু পরে অনেক ক্যাটাগরিতে লিখেছি।

দেখি, কোন ক্যাটাগরিতে সবচয়ে বেশি লিখেছি?– যুগ্মভাবে দুটি  ক্যাটাগরিতে: ক্যাম্পাস : ১৩টি, স্বাধিকার চেতনা : ১৩টি

কোন ক্যাটাগরিতে দ্বিতীয় প্রাধান্য? — চিন্তা-দর্শন ন ক্যাটাগরিতে ৯টি

কোনক্যাটাগরিতে তৃতীয় প্রাধান্য? — প্রশাসনিক  ক্যাটাগরিতে ৭টি

এছাড়া রাজনীতি : ৪টি, খেলাধুলা: ৩টি, গণমাধ্যম : ২টি, স্যাটায়ার : ২টি, জনজীবন : ১টি, ব্যক্তিত্ব : ২টি,  আইন-শৃঙ্খলা: ২টি, দিনলিপি: ২টি, কৃষি : ২টি, ব্লগ/ব্লগালোচনা: ২টি, আন্তর্জাতিক ১টি

আমার ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য অনুসারে উপরের ক্যাটাগরিসমূহে আমার আগ্রহ আছে। কেমন আগ্রহ আছে তা-ই নির্দেশ করে এই সংক্ষিপ্ত পরিসংখ্যান।

মতামত বিশ্লেষণমূলক নিবন্ধ/প্রবন্ধ/আর্টিকেল

গত  বছরের শেষ প্রান্তিকে আমার ৬টি আর্টিকেল এর শিরোনাম দিচ্ছি লিঙ্কসহ। এ থেকে আমার চারিত্র্য বোঝাও সহজ হবে।নিচে ৬ টি আর্টিকেলের তালিকা:

Published : 2014-12-28 19:29:06

Published : 2014-12-22 22:52:42

Published : 2014-12-07 18:27:23

Published : 2014-11-22 04:06:25

Published : 2014-11-05 22:07:22

Published : 2014-10-21 17:50:09

সালতামামি ২০১৪ : গবেষণা

একান্তই ব্যক্তিগত কিন্তু আমার সব কিছু ব্যক্তিগতের উর্ধ্বে। তাই জানাই, গত বছর আমার দুটি Study published হয়েছে:

টু বি কন্টিনিউড– চলবে।