পুড়িয়ে মারার রাজনীতিকে দগ্ধরা ঘৃণা করে, আপনি?

শহীদুল্লাহ শরীফ
Published : 16 Jan 2015, 08:28 AM
Updated : 16 Jan 2015, 08:28 AM

অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের তিনটি উপায় আছে: ১. অন্যায় প্রতিহত করা; কিন্তু যদি প্রতিহত করা না যায়, সে ক্ষেত্রে ২. মৌখিক প্রতিবাদ করুন: যদি অন্যায়ের বিরুদ্ধে বলার ক্ষমতা না থাকে, সাহস না হয়, ৩. অন্যায় ও অন্যায়কারীকে অন্তত ঘৃণা করুন। এ-রকমই নির্দেশনা আমাদের ধর্মে।

এই যে পুড়িয়ে মারার রাজনীতি তা দেশের সংবিধানসহ মানবাধিকার পরিপন্থী। দগ্ধরা এই পুড়িয়ে মারার রাজনীতিকে ঘৃণা করে, আপনিও ঘৃণা করুন।

সাধারণ মানুষকে যারা পুড়িয়ে মারার রাজনীতি করে তারা রাজনীতিবিদ নয় রাজনৈতিক সন্ত্রাসী, অপরাজনীতিক। তাদেরকে দগ্ধরা ঘৃণা করে, আপনিও ঘৃণা করুন।

আমরা দেশের অধিকাংশ মানুষ যদি এসব রাজনৈতিক-সন্ত্রাসীদের একসাথে ঘৃণা করি, হোক তা নীরবে তাতেও আমরা মানুষ হিসেবে ধর্মীয়ভাবে, নৈতিকভাবে, মানবিকভাবে নিজেকে নির্দোষ ভাবতে পারব।