সরকারকে অশান্তির বিপক্ষে দাঁড়াতে হবে, যেকোনো উপায়ে দেশে শান্তি আনতে হবে

শহীদুল্লাহ শরীফ
Published : 23 Jan 2015, 08:22 AM
Updated : 23 Jan 2015, 08:22 AM

দেশে এখন কেউ দগ্ধ হয়ে মারা যাচ্ছে, কেউ দগ্ধ হয়ে কাতরাচ্ছে বাকি আমরা আতঙ্কগ্রস্থ হয়ে আয়ু ক্ষয় করছি। আর একদল বিশাল জনগোষ্ঠি কর্মের অভাবে ভুগছে। আরেক দল লোকসান দিয়ে নিঃস্ব হচ্ছে। আর দেশের ভাবমূর্তি তো বলার অপেক্ষায় নেই।
খালেদা জিয়াকে যারা বুদ্ধি-পরামর্শ দেয় তাদের বুদ্ধি হাঁটুতে, মাথায় নেই, শূন্য। তারা এভাবে অপবুদ্ধি দিয়ে দেশের মানুষ ও দেশের ক্ষতি করবে মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে সরকারের দায়িত্ব ঠিক মতো পালনের ব্যাপারে আপনার প্রস্তাবনাটি যথার্থ। সরকারকে কঠোর হতে হবে। দেশের মানুষের জীবন-জীবিকা ও দেশের ক্ষতি ঠেকাতে সরকারকে সঠিক কাজটি করতে হবে। তথা কঠোর সিদ্ধান্ত নিতে হবে। জনগণ তা-ই চায়। আসলে জনগণ চায় শান্তি। বিএনপি ও তার জোট এর শরিকরা চায় অশান্তি। জনগণ অশান্তির বিপক্ষে। সরকারকে যে করেই হোক বিএনপির তৈরি অশান্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে শান্তি আনতে হবে।

জনগণ চায় শান্তি, আতঙ্কমুক্ত জীবন যাপন। তাই সরকারকে অশান্তির বিপক্ষে দাঁড়াতে হবে, যেকোনো উপায়ে দেশে শান্তি আনতে হবে।