“আমি ভালো নেই” সত্য কথাটি বলার উপায় নেই

শহীদুল্লাহ শরীফ
Published : 22 Feb 2015, 06:12 PM
Updated : 22 Feb 2015, 06:12 PM

কেমন আছেন? এই কুশল জিজ্ঞাসার উত্তরে "আমি ভালো নেই" সত্য  কথাটি বলার উপায় নেই। কারণ:

১. কেন ভালো নেই। তার ব্যাখ্যা করে বলতে হবে। শোনার জন্য হামলে পড়বে ঘনিষ্ঠজনেরা, বন্ধুরা, সহকর্মীরা। কেন হামলে পড়বে তারা? সহমর্মী হয়ে? না। …

২. সমাজে আমার ভালো না থাকা অন্যের কাছে বলে সংক্রামিত করা কোনো কাজের কাজ নয়।

এরকম অনেক কারণে আমরা এমনকি আমিও বলতে পারি না সত্য  কথাটি "আমি ভালো নেই"।

শুধু ব্লগারদের কাছে বলতে পারি অযাচিত হয়েও "আমি ভালো নেই"। আমি ভালো থাকার চেষ্টা করছি। তাই ব্লগিংএ অনুপস্থিত আছি।

সবাই ভালো থাকবেন।

দেখা হতে পারে / ব্লগিং হতে পারে আবার।