পুণ্যযাত্রীরা পায়ে পিষে পুণ্যযাত্রীদের মেরেছে না হত্যা করেছে?

শহীদুল্লাহ শরীফ
Published : 28 March 2015, 05:34 PM
Updated : 28 March 2015, 05:34 PM

পানিতে স্নানে পুণ্য, পানি পানে পুণ্য, তীর্থ যাত্রায় পুণ্য — মানুষ পুণ্যের প্রার্থী – পুণ্যার্থী। পুণ্যস্নানে গিয়ে পুণ্যযাত্রীদের পায়ে দলিত (পদদলিত) হয়ে পুণ্যার্থীদের অপমৃত্যু এভাবে কত যে প্রাণ গেল খবরে তা দেথে আসছি অনেক বছর ধরে। আমার কাছে প্রায়ই প্রশ্ন জাগে: পুণ্যযাত্রীদের পায়ের চাপে অন্য পুণ্যযাত্রীদের এই যে মৃত্যু একি মৃত্যু না হত্যা? কী বিভৎস! তাই আবারো প্রশ্ন: পুণ্যার্থীর পুণ্যযাত্রায় মৃত্যুর মিছিল কবে থামবে?

পূণ্যার্থীর পূণ্যযাত্রা বলে কথা। যেখানে মানুষের বিশ্বাস ও এসব বিশ্বাসে মৃত্যুও যে মহিমান্বিত হয়ে দেখা দেয়। আজকাল আবার বিশ্বাসের পক্ষে প্রতিপক্ষকে মেরে ফেলাতেও মহিমান্বিত হত্যাকারী। তাই যে কোনো বিশ্বাসেরই হোক পুণ্যার্থীর পুন্যযাত্রা সম্পর্কে কোনো মতামত নয়, শুধু মৃত পুণ্যার্থীদের জন্য অসহায় সমবেদনা দিয়েই শেষ করছি- আহা! মানুষের বিশ্বাস ও পুণ্য কামনায় আরও কিছু প্রাণ হল বলিদান…এসব মৃত্যুর সংবাদ আর দেখতে চাই না। দেশে দেশে পুণ্যার্থীদের পুণ্যযাত্রায় মৃত্যুর মিছিল থামুক। সংশ্লিষ্ট পুণ্যার্থীদের পুণ্যযাত্রা কর্মসূচির সাথে যুক্ত কর্তৃপক্ষ, প্রশাসন সবার উচিত পূণ্যার্থীদের পূণ্যযাত্রা কর্মসূচি নিরাপদে করার ব্যবস্থা করা। এধরনের মৃত্যুর মিছিল আর দেখতে চাই না। আমরা যে যে-ই বিশ্বাসী হই আর অবিশ্বাসী সবাই মানুষ। মানুষের মৃত্যু মানুষই  রোধ করতে হবে। মানবতার ডাকে সাড়া দিতে হবে আমরা যে যে-ই বিশ্বাসী হই আর অবিশ্বাসী যা-ই হই না কেন।