যা শিশুর জন্য ভালো, অগ্রাধিকারযোগ্য তা আপনার জন্য কেন নয়

শহীদুল্লাহ শরীফ
Published : 7 May 2015, 02:09 PM
Updated : 7 May 2015, 02:09 PM

আমরা শিশু তথা আমাদের সন্তানের (দের) জন্য সবচেয়ে ভালো কিছুকেই অগ্রাধিকার দিই। যেমন আর্লি টু বেড, আর্লি টু রাইজ যা আমার সন্তানকে হেলদি এন্ড ওয়াইজ করবে। আমার সন্তান যেন মন্দ কথা না বলে, বন্ধুদের সাথে মিলেমিশে হাসি খুশি থাকে খেলা করে, টিভি কম দেখে, খারাপ মর্মান্তিক নৃশঙস নিউজ না দেখে ইত্যাদি। এরকম সব ভালো ভালো অনেক কিছুই চাই তার জন্য। এগুলো কি আমাদের বড়দের জন্য গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারযোগ্য নয়?
যা আমার / আমাদের শিশু তথা সন্তানের (দের) জন্য সবচেয়ে ভালো ও অগ্রাধিকারযোগ্য তা/ সেব আমার আমাদের বড়দের জন্য গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারযোগ্য নয় কেন?
যা শিশুর জন্য ভালো অগ্রাধিকারযোগ্য তা যদি আমরাও জীবনে গুরুত্ব দিই ও অগ্রাধিকার দিই হেলদি এন্ড ওয়াইজ হতে পারি, আমাদের জীবনের জন্যও এসব সুস্বাস্থ্যের ও সুন্দর জীবনের অপরিহার্য অনুষঙ্গ। নয় কি?
শিশুর মতো সহজ করে বড়দের জীবনটাও সুস্বাস্থ্যময় ও সৌন্দর্যময় করা যেতে পারে।