একটি অন্তর্ধান ও অতঃপর বেঁচে ওঠার গল্পকথা

শহীদুল্লাহ শরীফ
Published : 12 May 2015, 06:00 PM
Updated : 12 May 2015, 06:00 PM

: এই তুই কে? শিলং পুলিশ প্রশ্ন করল একজন অচেনা মানুষকে।
: আমাকে তুই তোকারি করবেন না। আমি বাংলাদেশেরেএকজন সাবেক প্রতিমন্ত্রী। আমার নাম সালাহ উদ্দিন।
: এই লোকটা কী বলে? ওকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাতে হবে। এই, তোর দেশে মানসিক হাসপাতাল নেই? এখানে গলফ এলাকায় কেন? চিকিৎসা প্রয়োজন হলে মানসিক হাসপাতালে ।
অতঃপর লোকটিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হল। তারপর জানা গেল, লোকটির মানসিক স্বাস্থ্য ভালো আছে। তারপর, এমনকি এও জানা গেল যে সত্যি সত্যি লোকটি বাংলাদেশের একজন সাবেক প্রতিমন্ত্রীও। তারপর নটে গাছটি মুড়ুলো না বরং জেগে উঠল। গল্পের ডালপালাও বাড়তে শুরু হল—

উপদেশ:
সালাউদ্দিন আহমেদ বেঁচে আছেন, তিনি আরও কিছু দিন পৃথিবীর আলো-বাতাসে ও গল্প ও গল্ফ এলাকায়, রাজনীতির মাঠে ইত্যাদি জায়গায় ঘুরে বেড়াতে পারবেন।
জীবনের চেয়ে কোনো বড় কিছু নেই। মরণে কেবল শূন্যতা।