চারদিকে ধর্ষণ ইন্ডিয়ার অনুকরণ – নিউজ সম্প্রচার ও এর সম্প্রসার

শহীদুল্লাহ শরীফ
Published : 29 May 2015, 04:57 AM
Updated : 29 May 2015, 04:57 AM

ধর্ষণ ইন্ডিয়া অনুকরণ। নেগেটিভ নিউজ সম্প্রচার সম্প্রসার ঘটায় নেতিবাচক ঘটনার। আমার নানার বড় ভাই ছিলেন তাঁদের সমাজের বিচারক ও সর্বজন-সমাজ-মান্য ব্যক্তি। তিনি সব বিচার করতেন প্রকাশ্য দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজের অন্যদেরকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু যৌন ঘটনার বিচার করতেন গোপনে। শাস্তি দিতেন কঠোর কঠিন কিন্তু তা অতি সংগোপনে। আমি বিষয়টা বুঝতাম না। অনকে ছোট ছিলাম। পরে বিষয়টা নিয়ে ভেবেছি। নানার কাছে নয় মায়ের কাছে তার ব্যাখ্যা পেয়েছি, আমার নানার বড় ভাই বলতেন, যৌন ঘটনার বিচার করলে সমাজে যৌন ঘটনা আরও বাড়বে। এগুলো যত প্রচার, সম্প্রচার হবে তত বাড়বে। তখন বিচার করে আর শেষ করা যাবে না। ছড়িয়ে যাবে সমাজময়। ব্যাপারটা এমনই হচ্ছে না। ভারতের যৌন ঘটনা-দুর্ঘটনা রাশি রাশি প্রতিদিন সম্প্রচার হচ্ছে। এখন শুরু হয়েছে একই ধরনের ইন্ডিয়া অনুকরণে দেশজুড়ে শুরু হয়েছে ধর্ষণ। এব্যাপারে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। মনোবিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীদের নিয়ে কমিটি করে মিডিয়ার ভূমিকা নিয়ন্ত্রণ ও করণীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার যত তাড়াতাড়ি সম্ভব। মিডিয়া যেভাবে ধর্ষণের নিউজ সম্প্রচার করে তা বন্ধ করা উচিত।