ঈদে খাচ্ছি ইন্ডিয়ান নাটক কুটনামি মসলায় পাকানো মজাদার খাবার

শহীদুল্লাহ শরীফ
Published : 20 July 2015, 10:31 AM
Updated : 20 July 2015, 10:31 AM

ঈদে খাচ্ছি ইন্ডিয়ান মজাদার খাবার।
ইন্ডিয়ান নাটকের পাত্রপত্রীদের ড্রেসআপ অলঙ্কার দেখার মতো।
তাদের পরিবেশিত নাটক কুটনামি মসলা দিয়ে পাকানো সবসময় মজাদার।
অন্যদিকে
বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যা সরবরাহ করছে (দেখাচ্ছে) তা ঈদের কেন কোনো সময় খাবার যোগ্য নয়। অসহায় আমরা যারা কুটনামি দেখে ও শুনে বিরক্ত হই।

সুস্থ থাকার জন্য আমাদের (কুটনামি বিদ্বেষী পুরুষদের) ছুটি ও অবসর কাটানোর বিকল্প কোনো উপায় বের করতে হবে। প্রায়ই আমার মনে হয় ছুটি ও অবসর কাটাই কোনো রেস্ট হাউসে।

মায়েরা সারা ক্ষণ ইন্ডিয়ান টিভি সিরিয়াল দেখছে
আর সেই অনুসকরণে কিনা জানি না নিজেদের বোনে-বোনে, ভাই-বোনে কুটনামি চলছে।
আমি ও আমার মতো ব্যক্তিরা শুনে বিরক্তি নিয়ে ঈদ ও ছুটি কাটাই, অতি কষ্টে।
এরকম ছুটি আমার/আমাদের প্রয়োজন নেই।
অফিসে বসে কাজ করাই অরেন্ক স্বাস্থ্যকর।
তাই, সুস্থ থাকার জন্য ছুটি ও অবসর কাটানোর বিকল্প কোনো উপায় আমাদের বের করতে হবে।

কিন্তু আমাদের সন্তানদের কী হবে? সে তো অসহায়।
যারা সন্তান নেন নি বুঝে শুনে নিন। সন্তানকে পৃথিবীতে এনে কষ্ট দেওয়া উচিত নয়।

আমাদের দুর্ভাগ্য সারাক্ষণ কুটনামি শুনি। সারা ক্ষণ ইন্ডিয়ান টিভি সিরিয়াল দেখছে আমাদের স্ত্রী ও বোনেরা আর সেই অনুসকরণে কিনা জানি না নিজেদের বোনে-বোনো ভাই-বোনে কুটনামি চলছে।
টেলিফোন থাকাতে কুটনামি এখন খুব সহজ হয়ে গেছে। বিজ্ঞাপন বিরতিহীন কুটনামি চলছে ঘরে ঘরে।
শুনে বিরক্তি নিয়ে ঈদ ও ছুটি কাটাই।
অন্যদের কথা বাদ
সন্তানও পাচ্ছে না মায়েদের মনোযোগ ও সময়। এথেকে আমাদের নিস্তার নেই। তাই সুস্থ থাকার জন্য ছুটি ও অবসর কাটানোর বিকল্প কোনো উপায় আমাদের বের করতে হবে।