কুইজ- অস্থির পোশাক শিল্প: কার ব্যর্থতা? কার সফলতা?

শাহরিয়ান আহমেদ
Published : 19 June 2012, 06:11 PM
Updated : 19 June 2012, 06:11 PM

জমে থাকা ক্ষোভ তারপর বিস্ফোরন। বিক্ষোভ, মিছিল আর রাস্তা অবরোধ। পুলিশের লাঠিপেটা, ভাংচুর আর দাঙ্গা। টিয়ারসেল, গুলি তারপর মৃত্যু। সব কল কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ।

বাংলাদেশের সবচাইতে বেশি লোকের কর্মসংস্থানকারী, সবচেয়ে বড় শিল্পখাতের এই চিত্র এখন মাসিক পত্রিকার মতই নিয়মিত। এটা কাদের ব্যর্থতা আর কাদের সফলতা? চলুন সফলতা- ব্যর্থতার কুইজ প্রতিযোগিতা করি:

০১। অল্প বেতনে/ মজুরিতে শ্রমিক কর্মচারী খাটিয়ে আঙুল ফুলে কলা গাছ?
উত্তর: মালিকের সফলতা।
০২। একজনকে দিয়ে তিনজনের কাজ করানো?
উত্তর: মালিকের দক্ষতা, শ্রম শক্তির স্বদ্যবহার।
০৩। নিরীহ মহিলাদের বেশি বেশি নিয়োগ দেয়া?
উত্তর: মহিলারা দাবি দাওয়ার ব্যপারে অসচেতন।
০৪। উপযুক্ত কর্ম পরিবেশ ছাড়াই বিদেশী ক্রেতাদের সন্তুষ্ট করতে পারা?
উত্তর: মালিকের ব্যবসায়িক চতুরতা।
০৫। দাবি দাওয়া নিয়ে সচেতন শ্রমিক কর্মচারীদের দমিয়ে রাখা?
উত্তর: মালিকের নেতৃত্বের গুণ।
০৬। মাঝে মধ্যে মারধর?
উত্তর: দু চারটা চোর না পেটালে ব্যবসা লাটে উঠবে।
০৭। দাবি দাওয়া নিয়ে আন্দোলন?
উত্তর: অযৌক্তিক, গার্মেন্টস শিল্পই এখন করুন অবস্থায়। ট্রেড ইউনিয়নের নামে কিছু সন্ত্রাসীর উসকানি।
০৮। জালাও পোড়াও, ভাংচুর, অবরোধ ?
উত্তর: গার্মেন্টস শিল্প ধ্বংসে বিদেশী চক্রান্ত।
০৯। ধরপাকড়, টিয়ারসেল, গুলি, মৃত্যু?
উত্তর: সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।
১০। গার্মেন্টস ফ্যাক্টরীতে অনির্দিষ্ট কালের জন্য তালা?
উত্তর: দেশে ব্যবসায়ীদের জান মালের নিরাপত্তা নাই।

এর চেয়ে আকর্ষণীও উত্তর দিয়ে দিয়ে আপনিও জিতে নিতে পারেন 'ঢাকা- আশুলিয়া- ঢাকা' লোকাল বাসের টিকিট।
*শর্ত প্রযোজ্য।
কুইজ প্রতিযোগিতা আজকের মত এই পর্যন্ত।

শাহরিয়ান আহমেদ
১৯.০৬.২০১২