বিপর্যস্ত চট্টগ্রাম, নিহত ৯১

শাহরিয়ান আহমেদ
Published : 27 June 2012, 07:27 PM
Updated : 27 June 2012, 07:27 PM

গত কয়েক দিনের টানা প্রবল বর্ষণ এবং ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামের জীবন। টানা বর্ষণ, পাহাড়ি ঢল, এবং পাহাড় ধসে হতাহতের এই ঘটনা ঘটে। গত এক সপ্তাহ ধরেই থেমে থেমে বৃষ্টিপাত রাস্তা ঘাটে জলাবদ্ধতা তৈরি করেছিল, গতকাল (২৬.১২.২০১২) হঠাৎ করে বৃষ্টিপাত বাড়তে থাকে। প্রচন্ড বৃষ্টির সাথে সাথে চলতে থাকে ঝড়ো হওয়া আর বজ্রপাত, হুহু করে বাড়তে থাকে স্রোতের পানি। রাস্তার হাঁটুজল বেড়ে গলা পর্যন্ত থেকে দুই থেকে আড়াই ঘণ্টায়। কোনও কিছু বুঝে উঠার আগেই পানি ঢুকে পড়ে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে, নষ্ট হয় কোটি কোটি টাকার মালামাল। বুক পর্যন্ত পানির সাথে প্রচন্ড স্রোতে দিশাহারা হয়ে পড়ে কর্মজীবী পথ যাত্রীরা।

বজ্রপাত, পাহাড়ি ঢল, পাহাড় ধস, দেয়াল চাপা এবং পানিতে তলিয়ে মৃতের সংখ্যা ৯১।

শাহরিয়ান আহমেদ
২৭.০৬.২০১২

ছবি- বিডিনিউজ২৪