চট্রগ্রামে ভয়াবহ বিপর্যয়ের পরও মাহফুজুর, সাংবাদিক, রোহিঙ্গা, ইলিয়াস, সুরঞ্জিত আর রাজনীতি

শাহরিয়ান আহমেদ
Published : 28 June 2012, 07:29 PM
Updated : 28 June 2012, 07:29 PM

মাহফুজুর রহমান লন্ডনে বসে কী বলে ছিল তা নিয়ে এখনো মাতামাতি। এটা সাগর-রুনির বিচারের সাথে কতটা তাও ভাবার সময় এসেছে। চট্টগ্রামে শতাধিক মানুষ নিহত হওয়ার পরও এই নিরবতা ভাবিয়ে তুলতেই পারে সবাইকে। মাহফুজ পরকীয়া বিশেষজ্ঞ নাকি পশুর বিষ্ঠা তা নিয়ে অন্তত এই মুহূর্তে লাফ লাফি করাটা কোনও ভাবেই মেনে নেয়ার মত না।

সাংবাদিকদের পেটালে, পুলিশের কু-কর্ম ধরা পড়লে, সাহারা খাতুন ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলে, ইলিয়াস নিখোঁজ হলে, সুরঞ্জিত কালো বিড়াল হলে, রোহিঙ্গারা দেশে আসতে চাইলে … লেখার মধ্যে যেই রস নিঃসরণ হয় তা কী হঠাৎ করেই শুকিয়ে গেল? নাকি এইসমস্ত লেখা লিখে আলোড়ন হয় না বলে?

আওয়ামী, বিএনপি, জামাতিদের পক্ষে বিপক্ষে যে জোয়ার উঠে তা এখানে পাওয়া যাবে না বলেই কী অনেকে পোস্ট দিচ্ছে না? বিডিনিউজ২৪ ব্লগ কর্তৃপক্ষকে আমি অনুরোধ করি মাহফুজুরের চেহারাটা দয়া করে সরিয়ে দিন। শতাধিক মানুষ মারা গেলে, হাজার মানুষ হতাহত হলেও কী তা শিরোনাম করে রাখার মত হয় না…।

শাহরিয়ান আহমেদ
২৮.০৬.২০১২