শিবিরের চোরাগোপ্তা হামলা অব্যাহত- সারা দেশে আতংক।

শাহরিয়ান আহমেদ
Published : 13 Nov 2012, 04:02 PM
Updated : 13 Nov 2012, 04:02 PM

শিবিরের চোরাগোপ্তা হামলা সারা দেশের মানুষের মধ্যে আতংক তৈরি করেছে। সারা দেশে কোথাও না কোথাও এ ধরনের হামলার খবর নিয়মিতই পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেও বিডিনিউজ টোয়েন্টিফোর এ খবর বেরিয়েছে তাদের আর একটি হামলার। শিকার পুলিশ। কাওরান বাজার মরে পুলিশের একটি মোটর সাইকেল দাউ দাউ করে জ্বলছে। হঠাত্‍ করে তারা বিভিন্ন জায়গা হতে একত্রিত হয়ে মিছিল করছে তারপর সামনে পাওয়া পুলিশ এর উপর হামলা করছে।

সবাই আতঙ্কিত। উঠতি বয়সের ছেলেদের বাবা মায়েরা বেশি দুঃশ্চিন্তায় পড়েছেন। কখন কাকে পুলিশের হাতে মার খেতে হয়, অথবা অযথা হয়রানির শিকার হতে হয়। অনাকাঙ্ক্ষিত বিপদ বা ঝামেলা এড়াতে এই মুহূর্তে বিশেষ সতর্কতা প্রয়োজন। রাস্তা ঘটে চলা ফেরার সময় চোখ কণ খোলা রাখা এবং বীনা কারণে ছাত্রদের বাইরে ঘুরা ঘুড়ি না করতেই অভিভাবকরা চাপ দিচ্ছেন।

সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। সাধারণ মানুষের জন্য শিবির, পুলিশ এবং সরকারী দলের ক্যাডার'রা ও ভয়াবহ বিপদের কারণ হতে পারে।

ধন্যবাদ
শাহরিয়ান।