কতদিন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলি না!

শাহরিয়ান আহমেদ
Published : 20 July 2011, 04:48 AM
Updated : 20 July 2011, 04:48 AM

সেই দিনগুলি হয়ত আর ফিরে আসবেনা, যখন বৃষ্টি নামলেই পড়ার সব ছেলেরা মাঠে যেতাম ফুটবল খেলতে। যখন একটানা দুই থেকে তিন ঘণ্টা ভিজতাম। বিশাল এই ঢাকা শহরে ছোট্ট একটু খেলার মাঠ এখন কল্পনাতেও পাওয়া কষ্টকর। বৃষ্টির দিনে জানালার দরে দাড়িয়ে প্রায়ই হারিয়ে যাই শৈশবের সেই দিনগুলোতে। মাত্র দশ বছরে আমাদের প্রিয় ঢাকা অনেক বদলে গেছে। খোলা জায়গা, মাঠ কিছুই আর নেই। চারদিকে শুধু ইট আর পাথর। সাথে রাস্তা ভরা গাড়ি, যানজট, কালো ধোঁয়া আর অস্বাস্থ্যকর পরিবেশ। অনেক মনে পড়ে ছোট বেলার সেই দিনগুলি।