বিচার চাই না, বাঁচতে চাই

শাহরিয়ান আহমেদ
Published : 29 May 2012, 04:53 PM
Updated : 29 May 2012, 04:53 PM

আমরা আর কারও হত্যার বিচার চাইবো না… কোনও অন্যায়ের প্রতিবাদ করব না… কারও কুকীর্তির কথা লিখব না…. আমরা এখন থেকে শুধুই তোমাদের তোষামোদ করব, তোমাদের ময়লা পা চেটে পরিষ্কার করব.. আমাদের বাঁচতে সুযোগ দাও।

তোমরা দেশের রাজা, গড ফাদার, চোরাকারবারী, লুটেরা, সন্ত্রাসী, কালোবাজারি… তোমরা সুদখোর, ঘুষখোর, মদখোর, ডাইলখোর … তোমরা হিরঞ্চি, গানযুটটি… তোমরাই তো আমাদের গর্ব।

তোমরা গণ পিটুনিতে শহীদ হওয়া বীর ডাকাত, তোমাদের কীর্তি অমলিন। তোমরা আমাদের অহংকার, তোমরাই বীর সেনা। তোমরা এসিড ছুড়ে মেয়েদের মুখ উজ্জল করেছ, গড়েছ তাদের ভবিষ্যত। তোমরা করেছ সাহসী কর্ম। তোমরা নারীদের ধর্ষণ করে তাদের গর্বিত করেছ, আমাদের করেছ আত্মহারা। তোমরা জাতির সোনার ছেলে।

তোমরা রাস্তার ইট বালু খাও, তোমরা নদীর পাড়, চর সব খাও। তোমরা এতিমের মাথা খাও। সরকারী টাকার সবটাই খাও। তোমাদের ক্ষুধা দেখে আমরা মুগ্ধ।

তোমরা গ্যাস, পানি, বিদ্যুত্‍ সব খেয়েছ। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, টাকা পয়সা, মাছ তরকারি ও খেয়েছ। আমাদের ক্ষুধা, কষ্ট হাসি মুখে বিদায় দিয়েছি। সোনার ছেলেরা সোনার বাংলা গড়বে আর আমরা কিছুই করব না তা কী করে হয়!

শুধুই তোমাদের প্রশংসা। তাতে যদি প্রাণে বাঁচি। অন্তত ছোট ছোট নিষ্পাপ বাচ্চা গুলোর জন্য, বৃদ্ধ বাবা মায়ের জন্য ….

বিডিনিউজ এর উপর হামলা কারা করল তা আমরা জানতে চাই না, কারণ তোমরা কাউকেই খুজে পাবে না। বিচার চাই না, কারণ তোমরা তদন্ত শেষ করতে পারবে না। তোমাদের কাছে জীবনের নিরাপত্তা চাই না, কারণ তোমরা তোমরা দিতে পারবে না। কিন্তু আমরা বাঁচতে চাই।

শিয়াল তাড়ানোর পরিবর্তে কুকুর নিজেই মুরগি মারা শুরু করেছে। কুকুরের মুখে মাংসের স্বাদ লেগেছে, কুকুর এখন পাগল কুত্তা। দিনে কুকুরের কামড় আর রাতে শিয়ালের।

কেউ পিটিয়ে মরে আর কেউ কুপিয়ে।

শাহরিয়ান আহমেদ
28.05.2012।

ছবি: বিডিনিউজ24.কম